Alexa

গুয়েতেমালায় ২ সাংবাদিকের লাশ উদ্ধার

গুয়েতেমালায় ২ সাংবাদিকের লাশ উদ্ধার

গুয়েতেমালায় একটি আখ ক্ষেত থেকে দুই সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের দুই হাত পিঠমোড়া করে বাঁধা ছিল এবং মাথায় গুলির চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানায় বলে বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। মানবাধিকার বিষয়ক ন্যায়পাল জর্ডান রোডাস জানান, নিহত এ দুই সাংবাদিক সম্প্রতি নিখোঁজ হয়েছিলেন। মধ্য আমেরিকার এ দেশের দক্ষিণাঞ্চলীয় সান্তো ডোমিঙ্গ পৌরসভার কাছের একটি আখ ক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের নাম লরেন্ট ক্যাসিলো ও আলফ্রেড ডি লিওন। তারা একটি অনুষ্ঠানের খবর সংগ্রহের জন্য মজাতেনাঙ্গ নগরীতে গিয়েছিলেন। রোডাস বলেন, ‘এ হত্যার পেছনে কারা জড়িত রয়েছে তা দ্রুত খুঁজে বের করতে আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।’ তিনি সাংবাদিকদের সুরক্ষা বাস্তবায়নেরও জোর দাবি জানান। উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ মজাতেনাঙ্গ উদ্যানে অপর দুই সাংবাদিক নিহত হন। আর এ হত্যায় জড়িত থাকার অভিযোগে গত মাসে কংগ্রেস সদস্য জুলিও জুয়ারেজকে গ্রেফতার করা হয়।

আপনার মতামত লিখুন :