Alexa

ব্রাজিলে কাদার জোয়ারে শতাধিক নিহত

ব্রাজিলে কাদার জোয়ারে শতাধিক নিহত

ছবি: সংগৃহীত

ব্রাজিলে সমুদ্র থেকে ধেয়ে আসা কাদার জোয়ারে নিখোঁজদের খুব অল্প মানুষই বেঁচে আছে বলে মনে করছে কর্তৃপক্ষ। শনিবারের ওই দুর্ঘটনায় দেশটির মিনাস গেরিয়াস নামক রাজ্যের একটি খনির ক্যান্টিন ও বাসের শতাধিক শ্রমিক মারা গেছেন।

রাজ্যটির খনি কোম্পানি ভেলে আঘাত হানা ওই কাদার জোয়ারে বাঁধ ধসে যায়। দেশটির সাম্প্রতিক সবচেয়ে বড় প্রাকৃতিক এই বিপর্যয়ে তিন শতাধিক এখনও নিখোঁজ আছে বলে জানিয়েছে কোম্পানিটি।

দেশটির কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিন বছর আগে ঘটে যাওয়া এ রকম একটি দুর্ঘটনায় ১৯ জন মারা গিয়েছিলেন। স্থানীয় দমকল বাহিনীর প্রধান কোল এডগার এস্টিভাউ জানান, এখন পর্যন্ত প্রায় একশ মানুষকে উদ্ধার করা হয়েছে। পরে কোম্পানি ভেল ৪১২ জনের একটি লিস্ট প্রকাশ করে জানায় যে, এই শ্রমিকদের পাওয়া যাচ্ছে না।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/27/1548568300460.jpg

রাজ্যটির গভর্নর রোমিও জেমা বলেন, বেশি মানুষের বাঁচার আশা ক্ষীণ। আমাদের সম্ভবত শুধু মৃতদেহই উদ্ধার করতে হবে!

এদিকে, কীভাবে এবং কেন কাদার এই জোয়ারে বাঁধ ধসে গেল তা এখনও জানা যায়নি। তবে দেশটির পরিবেশ বিষয়ক সংস্থা ইবামা কোম্পানি ভেলকে প্রায় ৫৫ কোটি টাকা জরিমানা করেছে। সংস্থাটির দাবি, ভেল ওই এলাকায় পরিবেশ দূষণ করে মানুষের বসবাসের অনুপযুক্ত করে তুলেছে।

রাজ্যটির সরকারি কৌশুলিরাও ওই কোম্পানিকে জরিমানা করে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের সুপারিশ করেছেন। সূত্র: দ্য গার্ডিয়ান

আপনার মতামত লিখুন :