Alexa

কঙ্গোয় মিলেছে অর্ধশতাধিক গণকবর!

কঙ্গোয় মিলেছে অর্ধশতাধিক গণকবর!

ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মাই-নোমাদি প্রদেশে অন্তত ৫০টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় ওই প্রদেশে শতাধিক মানুষকে হত্যা করে গণকবরে সমাহিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, মাটি খুঁড়ে অর্ধশতাধিক গণকবর পেয়েছি আমরা। পাশাপাশি আছে একটি করে কবরও। ওই প্রদেশে গত মাসে হত্যাকাণ্ডের খবর পাওয়া গিয়েছিল।

তিনি জানান, কবরগুলো দেখে মনে হচ্ছে- নিহতের সংখ্যা অনেক। একেকটি কবরে ৫ থেকে ১০ জনকে সমাহিত করা হয়েছে। এমনকি, একই জায়গায় কয়েক দফায় প্রায় একশ জনের মরদেহও পুতে রাখা হয়েছে।

এ নিয়ে তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। হত্যাকাণ্ড সম্পর্কে স্থানীয় সেনা কর্মকর্তারা ফল শিকাবো জানান, দুর্বৃত্তরা সেনা ও পুলিশ সদস্যদের হত্যা করে তাদের অস্ত্র কেড়ে নিয়েছে।

এর আগে, জানুয়ারির শুরু দিকে জাতিসংঘ বলেছিল, ওই অঞ্চলে অন্তত ৮৯০ জন মানুষকে সাম্প্রদায়িক হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :