Alexa
independent day 2019

দুর্নীতি বিরোধী অভিযানে ১০৭ বিলিয়ন মার্কিন ডলার উদ্ধার

দুর্নীতি বিরোধী অভিযানে ১০৭ বিলিয়ন মার্কিন ডলার উদ্ধার

সৌদি বাদশাহ সালমান, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম

দুর্নীতি বিরোধী অভিযানে সৌদি সরকার ১০৭ বিলিয়ন মার্কিন ডলার উদ্ধার করেছে। গত কয়েক বছর ধরেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সৌদি সরকার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় সরকার নির্ধারিত তদন্ত কর্মকর্তারা দুর্নীতিবাজদের কাছ থেকে এ সম্পদ উদ্ধার করে।

বুধবার (৩০ জানুয়ারি) দেশটির রয়্যাল কোর্ট বিষয়টি নিশ্চিত করেন। খবর আরব নিউজ।

উদ্ধারকৃত সম্পদের মধ্যে রয়েছে, জমিজমা, প্রতিষ্ঠান, নগদসহ অন্যান্য সম্পদ উদ্ধার করে তদন্তকারীরা। ২০১৭ নভেম্বরে এই দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন শুরু হয়। 

দুর্নীতি অভিযানে ৮৭ জনের থেকে দুর্নীতি করেছে এমন স্বীকারোক্তি নিয়েছে তদন্তকারীরা। এই অভিযানে সবমিলিয়ে ৪০০ বিলিয়ন সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে।

যেখানে দুর্নীতিবাজদের তালিকায় দেশটির রাজনৈতিক ব্যক্তিত্বসহ অনেকের নাম ছিল। এছাড়া দেশটির প্রভাশালীদের বেশ কয়েকজনকে আটকও করে। এমনকি দুর্নীতি প্রমাণের জন্য ৩৮১ জনকে জিজ্ঞাসাবাদও করে তদন্তকারীরা।

আর দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকা সবাইকে প্রাথমিকভাবে আটক কথা হলেও তাদেরকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে দেশটির বাদশাহ সালমান জানান, এই অভিযান অব্যাহত থাকেবে। যার মাধ্যমে দুর্নীতি কমিয়ে এনে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে মানুষের সম্পদের সুরক্ষা দেয়া হবে।

আন্তর্জাতিক এর আরও খবর