Alexa

টেকসই উন্নয়নে সব শ্রেণির মানুষকে আর্থিক প্রতিষ্ঠানে সংযুক্ত করতে হবে

টেকসই উন্নয়নে সব শ্রেণির মানুষকে আর্থিক প্রতিষ্ঠানে সংযুক্ত করতে হবে

আলোচনায় আতিউর রহমানসহ অন্যান্য অথিতিরা / ছবিঃ বার্তা২৪

বাংলাদেশের বিগত দশ বছরের অর্থনৈতিক উন্নয়নকে আরো টেকসই করতে হলে সকল শ্রেণির মানুষকে আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট করতে হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

রোববার (২৫ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অর্থনীতি বিভাগ কর্তৃক আয়োজিত ‘ফিন্যান্সসিয়াল ইনক্লুশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট: এ রেগুলেটর টেল’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিভাগের মোশাররফ হোসেন গ্যালারিতে ‘সেন্টার ফর ইকোনমিক স্টাডিজ’র উদ্যোগে সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে বিশিষ্ট এ অর্থনীতিবিদ বলেন, ‘প্রান্তিক কৃষক, বর্গাচাষি, জেলে, শ্রমিক, ছাত্র-ছাত্রী ও পথশিশুসহ সকলকে আর্থিক ব্যাংকিং প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করতে হবে। এছাড়া ই-ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, গ্রিন-ইকোনোমি, গ্রিন বন্ড প্রচলন, ইত্যাদির পরিসর বাড়ালে দেশের উন্নয়ন আরো টেকসই হবে’।

সেমিনারে তিনি টেকসই উন্নয়নের ক্ষেত্রে আর্থিক অন্তর্ভুক্তিকরণের গুরুত্ব তুলে ধরেন।

অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক কেবিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর ইকোনমিক স্টাডিজ-এর পরিচালক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো.ইলিয়াছ হোসেন।

বিভাগের সহকারী অধ্যাপক জিনাতুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সনৎ কুমার সাহা, অধ্যাপক তারিক সাইফুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

ক্যাম্পাস এর আরও খবর