Alexa
independent day 2019

রাবিতে নির্মিত হচ্ছে জাতীয় ৪ নেতার প্রতিকৃতি

রাবিতে নির্মিত হচ্ছে জাতীয় ৪ নেতার প্রতিকৃতি

ছবি: সংগৃহীত

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মিত হতে যাচ্ছে জাতীয় চার নেতার প্রতিকৃতি। এরই মধ্যে প্রতিকৃতির নকশা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের সামনে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীর প্রতিকৃতি নির্মাণ করা হবে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক কোটি ২৭ লাখ টাকা। প্রতিকৃতিটির শিল্পী বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী বিপ্লব দত্ত।

কাজ শুরুর বিষয়ে অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘এ প্রতিকৃতির সঙ্গেই একটি বঙ্গবন্ধু চত্বর করা হবে। একইসঙ্গে দুটি কাজের কারণে একটু সময় লাগছে। তবে শিগগিরই কাজ শুরু হবে।’

ক্যাম্পাস এর আরও খবর