Alexa

স্বাধীনতা দিবস

পথশিশুদের মাঝে জাবি ছাত্রলীগের খাদ্য বিতরণ

পথশিশুদের মাঝে জাবি ছাত্রলীগের খাদ্য বিতরণ

পথশিশুদের মাঝে খাবার বিতরণ করছে জাবি ছাত্রলীগ, ছবি: বার্তা২৪

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে ছিন্নমূল পথশিশু ও রিকশাচালকদের মধ্যে খাবার বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগ শাখা।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় মীর মশাররফ হোসেন হলের সামনে প্রায় পঞ্চাশ জন পথশিশু ও রিকশাচালকদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ ব্যাপারে শাখা ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থী ইসমাইল হোসেন বার্তা২৪.কম-কে বলেন, 'আমরা হয়তো চাইলেই সবসময় ভালো খাবার খেতে পারি। কিন্তু এই অসহায় মানুষেরা চাইলেই সেটা পারে না। সেই লক্ষ্যে আজ স্বাধীনতা দিবসে আমরা ছাত্রলীগের কর্মীরা চেয়েছি অন্তত একদিন হলেও তাদের সাথে মিশতে পারি। একটু ভালো খাবার খাওয়াতে পারি। আগামীতেও আমরা এ ধারা অব্যাহত রাখব।'

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শফি মুহাম্মদ তারেক, শাখা ছাত্রলীগের উপ বৃত্তি বিষয় সম্পাদক মোহাম্মদ আলী আহসান, উপ পরিকল্পনা বিষয়ক সম্পাদক প্রীতম আরিফ, ছাত্রলীগ কর্মী লায়েব আলী প্রমুখ।

 

ক্যাম্পাস এর আরও খবর