Alexa

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

শ্রীলঙ্কায় হামলার প্রতিবাদে জাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ছবি: বার্তা২৪.কম

শ্রীলঙ্কার কলম্বোয় ইস্টার সানডে চলার সময় কয়েক দফা বোমা হামলায় তিন শতাধিক মানুষ নিহত ও চার শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করেন শিক্ষার্থীরা।

এছাড়া একই ঘটনায় বাংলাদেশের শিশু শেখ সেলিমের নাতি জায়ানের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘ছোট্ট জায়ানের অকাল মৃত্যু আমাদেরকে কাঁদাচ্ছে। বর্বরোচিত এই হামলায় দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এটা বিশ্ব-মানবতার জন্য একটি বড় ধরনের হুমকি।’

উপাচার্য হামলায় নিহত সকলের প্রতি গভীর শোক প্রকাশ ও তাদের আত্মার শান্তি কামনা করেন। একই সাথে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :