Alexa

জবির শিক্ষার্থীরা পাচ্ছে আরও ৩ নতুন বাস

জবির শিক্ষার্থীরা পাচ্ছে আরও ৩ নতুন বাস

ছবি: বার্তা২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহন সংকট কমাতে আরও তিনটি নতুন বাস সংযোজন করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

বুধবার (২৪ এপ্রিল) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বাসগুলো উদ্বোধন করেন। উদ্বোধন শেষে পরিবহন প্রশাসক আবদুল্লাহ আল মাসুদের কাছে চাবি হস্তান্তর করেন উপাচার্য।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূইয়া, শিক্ষক সমতির সভাপতি দীপিকা রাণী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নূর মোহাম্মদ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে টাটা কোম্পানির এ তিনটি বাস ক্রয় করা হয়। এছাড়া শিক্ষার্থীদের চাহিদা মতো রুট নির্ধারণ করে বাসগুলো শিক্ষার্থীদের ব্যাবহারের ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আপনার মতামত লিখুন :

ক্যাম্পাস এর আরও খবর