Alexa
independent day 2019

নতুন বছরে মাশরাফি-মুশফিকদের শুভেচ্ছা

নতুন বছরে মাশরাফি-মুশফিকদের শুভেচ্ছা

নববর্ষের শুভেচ্ছা জানালেন মুশফিকুর রহিম

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

যাপিত জীবন থেকে হারিয়ে গেল আরেকটি বছর। মঙ্গলবার শুরু হল ২০১৯ এর পথচলা। ইংরেজি নতুন বছরের ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। অন্তর্জালে চলছে শুভেচ্ছা বিনিময়। যা থেকে বাদ থাকছেন না ক্রিকেটাররাও।

২০১৯ এর আগমনে আনন্দ ছড়িয়েছে দেশের ক্রিকেটাঙ্গনে। বছরের প্রথম দিনই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি শুরু হয়েছে মিরপুরের হোম অব ক্রিকেটে। সরব হয়ে উঠেছে শেরেবাংলা স্টেডিয়াম। পাশাপাশি ক্রিকেটাররা শুভেচ্ছা জানালেন ফেসবুকেও।

২০১৮ সালের শেষ প্রান্তে ব্যস্ত সময় কাটিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই রাজনীতির মাঠে শুরু হয় তার ব্যস্ততা। একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীকে লড়েছেন তিনি। সফলভাবেই সেই বৈতরণী পার হয়েছেন ওয়ানডে অধিনায়ক। সংসদ সদস্য হয়ে এবার নামবেন বিপিএলের লড়াইয়ে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/01/1546336321078.jpg

মাশরাফি তার অফিসিয়াল ফেসবুক পেজের কাভার ছবিতে নতুন বছরকে স্বাগতম জানিয়ে পোস্ট করেছেন।

দলের আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ দারুণ একটি বছর গেল। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন আর নতুন বছরে যেন আমাদের ঈমান মজবুত হয়। সবাইকে ২০১৯ সালের নববর্ষের শুভেচ্ছা।’

৩১ ডিসেম্বর রাতে সাকিব আল হাসানও জানালেন ভক্তদের শুভেচ্ছা। টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক লিখেছেন, ‘দমে গিয়েছি, তবে মনোবল হারাইনি। আসছে বছর, শপথ নিলাম নিজেদের ছাড়িয়ে যাওয়ার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা!’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/01/1546336339244.jpg

আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও ভক্তদের শুভেচ্ছা জানালেন। তিনি ফেসবুকে লিখেন, ‘আলহামদুলিল্লাহ ২০১৮ ও ২০১৯ এর জন্য ইনশাআল্লাহ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।’

খেলা এর আরও খবর