Alexa

মায়ের সম্মানে রাজশাহী কিংসের ব্যতিক্রমী উদ্যোগ

মায়ের সম্মানে রাজশাহী কিংসের ব্যতিক্রমী উদ্যোগ

জার্সিতে মায়ের নাম নিয়ে নামবেন রাজশাহীর ক্রিকেটাররা

মেহেদী হাসান মিরাজের জার্সিতে লেখা থাকবে ‘মিনারা’। আবার লরি ইভান্সের জার্সিতে লেখা ‘সুজান’। সৌম্য সরকারের নামটাও জার্সিতে উধাও হয়ে থাকবে- ‘নমিতা’! চমকে যাওয়ার কিছু নেই। এই নামগুলো তাদের অস্তিত্বের সঙ্গেই জড়িয়ে আছে। মায়ের সম্মানে চমকপ্রদ এক উদ্যোগ নিয়েছে রাজশাহী কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলটি বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবেন মায়ের নামে জার্সি পরে।

এমন অভিনব উদ্যোগে দারুণ খুশি রাজশাহীর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জানাচ্ছিলেন, ‘সত্যি বলতে কী মায়ের নাম নিয়ে খেলাটা হবে আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। মায়ের জন্য কিছু করাটা সব সময়ই বিশেষ কিছু। আমরা ম্যাচটা জিততে চাই আর সেই জয়টা মায়েদের উৎসর্গ করতে চাই।’

রাজশাহী কোচ ল্যান্স ক্লুজনার। দক্ষিণ আফ্রিকান সাবেক অলরাউন্ডারও উচ্ছ্বসিত এমন উদ্যোগে। জানালেন, ‘আমাদের প্রত্যেকের জীবনে মা আমার কাছে বিশেষ একজন। আমরা অনেকেই প্রায়ই মায়েদের ভুলে যাই। আশপাশের অনেক কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সবাইকে বলবো দিনে অন্তত একবার মায়ের সঙ্গে কথা বলতে। তিনি আমাদের জন্য কী করেছেন তাও ভেবে দেখতে বলবো।’

সৌম্য সরকার বিপিএলের ম্যাচে মাকে সম্মান জানাতে পেরে খুবই খুশি। মঙ্গলবার বললেন, ‘আমাদের দেশে এমন ঘটনা এবারই প্রথম। আমরা আমাদের মায়েদের প্রতি ম্যাচ উৎসর্গ করতে চাই। এখন মায়েদের উদ্দেশে একটা ম্যাচ উৎসর্গ করার সময়।’

এর আগে ২০১৬ সালের অক্টোবরে এমন অভিনব ঘটনা দেখা গেছে ক্রিকেট বিশ্বে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের মায়ের নামের জার্সিতে খেলতে নেমেছিল ভারত। ভারতের তখনকার টিম স্পন্সর স্টার স্পোর্টস এই উদ্যোগ নিয়েছিল।

আপনার মতামত লিখুন :