Alexa

হ্যাজার্ডের জোড়া গোলে জয় চেলসির

হ্যাজার্ডের জোড়া গোলে জয় চেলসির

সতীর্থদের নিয়ে হ্যাজার্ডের গোল উদযাপন

শিরোনামটা হতে পারতো হ্যাজার্ডের কাছেই হেরে গেল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। আসলেই তাই। ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে ইডেন হ্যাজার্ডই জয়ের নায়ক। তার জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে জিতেছে অলব্লুজরা। এই সাফল্যে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে গেলো চেলসি।

খেলার ২৪তম মিনিটে দলকে এগিয়ে দেন হ্যাজার্ড। গোলটিও ছিল দেখার মতো। প্রায় ৩৫ গজ দূর থেকে বল নিয়ে ঢুকে পড়েন ওয়েস্ট হ্যামের সীমানায়। এরপর বেলজিয়ামের ফরোয়ার্ড একক দক্ষতায় খুঁজে নেন নিশানা (১-০)।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/09/1554777132595.jpg

পরের গোলটি পেতে অবশ্য সময় লেগেছে। খেলার ৯০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেই হ্যাজার্ড। সতীর্থ রস বার্কলির ভাসানো ক্রসে বল পেয়ে বল জালে পাঠান ওয়েস্ট হ্যামের। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এ নিয়ে ১৬ গোল নম্বর গোল করলেন তিনি।

এই জয়ে ৩৩ ম্যাচে চেলসির অর্জন ৬৬ পয়েন্ট। ৬৪ পয়েন্ট নিয়ে এরপরই আছে টটেনহ্যাম হটস্পার। ১ পয়েন্ট কম নিয়ে আর্সেনাল রয়েছে পঞ্চমস্থানে। প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচ ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৮০ পয়েন্ট নিয়ে এরপরই ম্যানচেস্টার সিটি।

আপনার মতামত লিখুন :