Barta24

বুধবার, ২৪ জুলাই ২০১৯, ৮ শ্রাবণ ১৪২৬

English Version

ম্যানইউকে হারিয়ে এগিয়ে গেল বার্সা

ম্যানইউকে হারিয়ে এগিয়ে গেল বার্সা
ম্যানইউকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বার্সেলোনা
সিনিয়র করেসপন্ডেন্ট
বার্তা২৪.কম


  • Font increase
  • Font Decrease

নিজেদের মাঠে ফেভারিট হয়েই খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বার্সেলোনার বিপক্ষে এই ওল্ড ট্র্যাফোর্ডে আগের চারবারের দেখায় দুবারই জিতেছিল স্বাগতিকরা। বাকী দুইবার ড্র। এবার সেই ছক উল্টে দিয়েছে কাতালান ক্লাবটি। ম্যানইউর মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে বার্সা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। এই জয়ে স্প্যানিশ জায়ান্টরা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্টত্বের লড়াইয়ে সেমিতে ওঠার পথে এগিয়ে গেলো।

গোটা মৌসুম জুড়েই অবশ্য এবার ম্যানইউকে ঠিক সেভাবে চেনা যায়নি। অম্ল-মধুর অভিজ্ঞতা নিয়েই এগিয়ে গেছে রেড ডেভিলরা। নিজেদের সামর্থ্যের কথা ভেবেই কীনা কে জানে ওলে গার্নার শোল্কজায়ের বেছে নিয়েছিলেন রক্ষণাত্মক ফুটবল কৌশল! কিন্তু এই ট্যাকটিস যুতসই হয়নি। খেলার ১২তম মিনিটে আত্মঘাতী গোলে সর্বনাশ তাদের!

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/11/1554950656497.jpg

ম্যানইউর ডি-বক্সে লুইস সুয়ারেসকে বল পাস দেন লিওনেল মেসি। সুয়ারেসের প্রচেষ্টা লুক শ’র গায়ে লেগে পেরিয়ে যায় গোললাইন! যদিও অফসাইডের ইঙ্গিত দিয়েছিলেন সহকারী রেফারি। কিন্ত ভিএআরের সাহায্যে মাঠের রেফারি গোলের লম্বা বাঁশি বাজান।

খেলার ৩১তম মিনিটে ভয় ধরে গিয়েছিল বার্সা সমর্থকদের মনে! ম্যানইউর ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের সঙ্গে সংঘর্ষে নাকে চোট পান মেসি। রক্ত ঝরতে থাকে অবিরাম। এরপর অবশ্য কিছুক্ষণ চিকিৎসা নিয়ে মাঠে ফিরে আসেন বার্সা অধিনায়ক।

এরমধ্যে অবশ্য আরো এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বার্সার। কিন্তু কাজে লাগাতে পারেন নি দলটির ফরোয়ার্ডরা। বিশেষ করে ফিলিপে কৌতিনিয়োর দৃষ্টিকটু মিস কষ্ট দিয়েছে ভক্তদের। দ্বিতীয়ার্ধে সুযোগ কাজে লাগাতে পারেন নি সুয়ারেসও।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/11/1554950684256.jpg

এরমধ্যে নিজেদের মাঠে গোল শোধের চেষ্টা করে গেছে ম্যানইউ। কিন্তু তাদের চেষ্টা সফল হতে দেননি বার্সার রক্ষণভাগের ফুটবলাররা। শেষ অব্দি হতাশা নিয়েই মাঠ ছঅড়তে হয় তাদের। তবে আগামী মঙ্গলবার প্রতিশোধের সুযোগ মিলবে। বার্সেলোনার মাঠে ফিরতি পর্ব জয় চাই তাদের। আর ড্র করলেই সেমিতে উঠে যাবে লিওনেল মেসির বার্সেলোনা।

এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বুধবার রাতের আরেক মাচে আয়াক্সের সঙ্গে ১-১ ড্র করেছে জুভেন্টাস। প্রতিপক্ষের মাঠ থেকে ড্র নিয়ে ফেরায় কিছুটা এগিয়ে থাকলো ইতালিয়ান জায়ান্টরা।

আপনার মতামত লিখুন :

শ্রীলঙ্কায় গরম, তাই জাতীয় দলে শফিউল

শ্রীলঙ্কায় গরম, তাই জাতীয় দলে শফিউল
শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে শফিউল ইসলাম

হঠাৎ করেই জাতীয় দলে ডাক পেয়ে গেলেন শফিউল ইসলাম। আনুষ্ঠানিকভাবে সফর শুরু হওয়ার পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে অন্তর্ভুক্ত হলেন এই পেসার। সবকিছু ঠিক থাকলে বুধবার কলম্বোতে টাইগার শিবিরে যোগ দেবেন তিনি।

কেউ ইনজুরিতে পড়েনি, তারপরও হঠাৎ কেন দলে শফিউল? এমন প্রশ্নের মুখে মঙ্গলবার গণমাধ্যমে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, ‘দেখুন, শ্রীলঙ্কা থেকে টিম ম্যানেজমেন্ট আরও একজন পেসার চেয়েছে। ওরা জানাল-সেখানে নাকি বেশ গরম। হাতে বিকল্প বোলার রাখতে চাইছে। দল তো ১৪ জনের ছিল। শফিউল যোগ দিলে ১৫ জনে দাঁড়াবে।’

২৯ বছর বয়সী এই পেসার ২০১৬ সালে খেলেন তার সবশেষ ওয়ানডে। ৫৬ ওয়ানডে খেলা শফিউল ২০১৭ সালের পর থেকেই আছেন জাতীয় দলের বাইরে।

ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে অবশ্য আলোচনাতেই ছিলেন তিনি। গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নেন ১৯ উইকেট। এছাড়া আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৫৯ রানে পেয়েছেন ২ উইকেট।

শুক্রবার প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। পরের দুটি ওয়ানডে ২৮ ও ৩১ জুলাই।

ওয়ানডের বাংলাদেশ দল-
তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, ফরহাদ রেজা, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, এনামুল হক, শফিউল ইসলাম।

ওয়ানডে ছাড়লেও টি-টুয়েন্টিতে থাকছেন মালিঙ্গা

ওয়ানডে ছাড়লেও টি-টুয়েন্টিতে থাকছেন মালিঙ্গা
ভক্তদের হতাশই করলেন লাসিথ মালিঙ্গা

অনেক দিন ধরেই লাসিথ মালিঙ্গার অবসর নিয়ে নানা গুঞ্জন উড়ে বেড়িয়েছে। শ্রীলঙ্কার নির্বাচক কমিটির চেয়ারম্যান আসান্থা ডি মেলের পর তার অবসরের খবরটা দিয়ে ভক্তদের হতাশ করেছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। তবে এবার খবরটা নিশ্চিত করলেন মালিঙ্গা নিজেই। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেই একদিনের ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন শ্রীলঙ্কার এ তারকা পেসার। তবে খেলে যাবেন টি-টুয়েন্টি ক্রিকেট।

২৬ জুলাই শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে খেলেই ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসরে চলে যাচ্ছেন মালিঙ্গা। তাই ভক্ত-সমর্থকদের গ্যালারিতে বসে নিজের বিদায়ী ম্যাচ উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান এ তারকা ক্রিকেটার, ‘শুক্রবার শেষবারের মতো আমাকে ওয়ানডে ম্যাচ খেলতে দেখবেন আপনারা। যদি পারেন, দয়া করে ম্যাচটি দেখতে আসবেন।’

স্ত্রী তানিয়া পেরেরার ফেসবুক পেজে এক ভিডিও বার্তা পোস্ট করে সমর্থকদের মালিঙ্গা জানান, যে অফিসিয়াল ও খেলোয়াড়রা তাকে দল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছেন তাদের প্রতি তার কোনো অভিযোগ নেই।

৩৫ বছরের এ বোলার জানান, ‘নির্বাচকরা তাকে সাইডলাইনে পাঠিয়ে দিয়েছিলেন দুই বছর আগে। কিন্তু সদ্য শেষ হওয়া বিশ্বকাপের মাধ্যমে জাতীয় দলে নিজের মূল্যটা প্রমাণ করতে পেরেছি।’

এবারের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন মালিঙ্গা। সাত ইনিংসে নেন ১৩ উইকেট।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে সামনে রেখে মঙ্গলবার অনুশীলনের ফাঁকে মালিঙ্গা জানান, একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেও খেলে যাবেন টি-টুয়েন্টি। তার দৃষ্টি এখন ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপে।

মালিঙ্গা বলেন, ‘প্রত্যাশা করি, আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নিয়ে যেতে পারব।’ টুর্নামেন্টের মূল আসরে খেলার আগে বাংলাদেশের মতো লঙ্কানদেরও পার হতে হবে বাছাই পর্বের বৈতরণী।

গুঞ্জন আছে অবসরের পর অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবেন মালিঙ্গা। নাগরিকত্বও পেয়ে গেছেন। নতুন ঠিকানাতেই গড়বেন কোচিং ক্যারিয়ার।

২১৯ ইনিংসে ৩৩৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক ২০১১ সালে টেস্ট থেকে অবসর নেওয়া মালিঙ্গা। তার আগে আছেন কেবল মুত্তিয়া মুরালিধরন (৫২৩) চামিন্দা ভাস (৩৯৯)।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে তামিম ইকবালের নেতৃত্বে এখন শ্রীলঙ্কা সফর করছে বাংলাদেশ। ২৬ জুলাই মাঠে গড়াচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ হবে ২৮ ও ৩১ জুলাই। 

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র