Alexa

নতুন রেকর্ড

দেশবাসীর কাছে দোয়া চাইলেন মাশরাফি

দেশবাসীর কাছে দোয়া চাইলেন মাশরাফি

মাইলফলকের সেই ম্যাচ শেষে বিকেএসপিতে এক ভক্তের আবদার রক্ষা করলেন মাশরাফি / ছবি: সংগৃহীত

আরেকটি মাইলফলক স্পর্শ করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে আব্দুর রাজ্জাকারে পর লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তিনি। অনন্য এ রেকর্ড গড়ায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে মাশরাফি বিন মর্তুজা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের তার নিজস্ব প্রোফাইলে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস লিখেন।

এতে লিখেছেন, ‘আমার এই ছোট্ট খেলোয়াড়ি জীবনে আমি যা পেয়েছি, তার সবই মহান আল্লাহ্ তাআলার রহমত ও আপনাদের সকলের ভালোবাসার জন্য। জীবনের সকল প্রাপ্তি অনেক আনন্দের। আমি আমার সকল প্রাপ্তি আপনাদের সঙ্গে ভাগ করি। তাই আজকের প্রাপ্তির আনন্দটাও আপনাদের সঙ্গে ভাগ করতে চাই। দ্বিতীয় বাংলাদেশি বোলার ও প্রথম পেসার হিসেবে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটে গতকাল (বুধবার) ৪০০ উইকেট শিকারের মাইলফলক আমি ছুঁয়েছি। আমি সত্যি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

এদিকে ফেসবুকে মাশরাফি বিন মর্তুজার এমন স্ট্যাটাসে অভিনন্দন জানিয়েছেন তার ভক্ত ও ভালোবাসার মুনষরা।

নিলয় রায় বাঁধন নামের একজন লিখেছেন, ‘অভিনন্দন ভাই, এভাবেই এগিয়ে যান ভাই, সকল বাঙালির আস্থা-ভালোবাসা সবসময়ই থাকবে আপনার সাথে।’

সৌরভ ছোট্টু নামে একজন লিখেছেন, ‘ভাই আপনি বাংলাদেশ ক্রিকেটের একজন কিংবদন্তি। আপনার অবস্থান অনেক, ইন্ডিয়াতে যেমন শচীন টেন্ডুলকার।’

ইসমাইল হোসেন নামে আরেকজন লিখেছেন, ‘ভাই আপনি তো বাংলাদেশ ক্রিকেটের প্রাণ। দোয়া করি এবার বিশ্বকাপে বাংলাদেশ ভালো একটা সাফল্য অর্জন করুক। যেটা দেখে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে। সত্যি বলতে কি ভাইয়া আমরা আপনার হাতে বিশ্বকাপের ওই ট্রফিটা দেখতে চাই। ইনশাআল্লাহ স্বপ্ন একদিন পূরণ হবেই হবে।’

আরও পড়ুন: মাশরাফির আরেকটি মাইলফলক

আপনার মতামত লিখুন :