বিশ্বকাপে বাংলাদেশের যতো ভুল (পর্ব-১)



এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, লন্ডন, ইংল্যান্ড থেকে
প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হল না বিশ্বকাপে

প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হল না বিশ্বকাপে

  • Font increase
  • Font Decrease

৩ জয়। ৫ হার। বৃষ্টিতে বাতিল একটি ম্যাচ। বিশ্বকাপের দশ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান সাত নম্বরে। র‌্যাঙ্কিংয়ের সাত নম্বর দল হিসেবেই খেলতে এসেছিল বাংলাদেশ। ফিরে গেলো সেই একই অবস্থানে থেকে। অনেক সম্ভাবনা নিয়ে এবারের বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ ফিরছে সেমিফাইনালের আগে। মাঠের ক্রিকেটে ভাল-মন্দ দুই সময়ই দেখেছে বাংলাদেশ এই বিশ্বকাপে। ভুলও করেছে বেশ। সেই ভুলের খোঁজ এই ধারাবাহিক রিপোর্টে-

উইকেট মিস রিড:
 
ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। ৬৮ বলে ৬৪ রান করে সাকিব আউট। স্কোরবোর্ডে বাংলাদেশের রান তখন ৩০.২ ওভারে ১৫১। মোহাম্মদ মিথুন ও মাহমুদউল্লাহ রিয়াদ পঞ্চম উইকেট জুটিতে ভালই দলকে সামনে বাড়াচ্ছিলেন। ৩৪ ওভারের সময় ড্রিঙ্কস বিরতিতে এই দুজনের কাছে একটা ম্যাসেজ গেলো ড্রেসিংরুম থেকে। কোচ স্টিভ রোডস ও টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের দেয়া সম্মিলিত একটা সিদ্ধান্ত জানিয়ে দেয়া হলো ব্যাটিংয়ে থাকা দুই ব্যাটসম্যানকে। বলা হলো-এটা সাড়ে তিনশ’র বেশি রানের উইকেট। ম্যাচ জিততে হলে অতো বড় রানের স্কোর গড়তে হবে। মিথুন ও মাহমুদউল্লাহ উইকেট তখন প্রায় সেট। কিন্তু ড্রেসিংরুম থেকে নতুন নির্দেশনা অনুযায়ী দুজনেই দ্রুত রান তোলার জন্য হঠা তেড়েফুঁড়ে উঠলেন। সেই তাড়ায় দুজনেই উইকেট হারালেন। ১৯৭ রানে ৬ উইকেট হারিয়ে সেই যে বিপদে পড়লো আর সেখান থেকে বেরুতে পারলো না। গুটিয়ে গেলো ২৪৪ রানে।

ওভালের সেই ম্যাচে উইকেট রিডিংয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের তথ্যটা ভুল ছিলো। ঐ উইকেটে বাংলাদেশ ২৬০ বা ২৭০ রান করতে পারলেই ম্যাচটা মুঠোয় থাকতো।
নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময়েই সেই প্রমাণটা আরো স্পষ্ঠতর হলো। ২ উইকেটে সেই ম্যাচ হারের পর অধিনায়ক মাশরাফি বিন মতুর্জাও মেনে নিয়েছিলেন নিউজিল্যান্ড ম্যাচে ওভালের নতুন উইকেট পড়তে ভুল করেছিলো তার দল।
 
এই বিশ্বকাপে বাংলাদেশের ভুলের শুরু সেখান থেকেই।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/06/1562413061816.png

মুশফিকের সেই রান আউট মিস:

রান আউটের এরচেয়ে সহজ সুযোগ আর কি হতে পারে? রানের জন্য দৌড়ালেন রস টেইলর। ননস্ট্রাইক প্রান্ত থেকে কেন উইলিয়ামসন একটু দেরিতে সাড়া দিলেন। তবুও দৌড়ালেন। মিড অন থেকে বল কুড়িয়ে তামিম দ্রুতগতিতে ছুঁড়লেন মুশফিকের দিকে। মুশফিক একটু বেশি তাড়াহুড়ো করে ফেললেন। উইকেটের পেছনে দাড়িয়ে বল ধরার চেয়ে সামনে এগিয়ে এলেন। ভুলটা সেখানেই। সেই এগিয়ে আসার সময় তার গ্লাভসের স্পর্শে উইকেট ভেঙ্গে গেলো। বল হাতে জমা হওয়ার আগেই উইকেট ভাঙ্গলেন মুশফিক! উইলিয়ামসন তখনো ক্রিজে এসেই পৌছাননি। কিন্তু ক্রিকেটীয় আইনে এটা রান আউট নয়! নিশ্চিত রান আউট মিস! ভুলের দায়ের পুরোটাই উইকেটকিপার মুশফিকের।

উইলিয়ামসনের রান তখন ৮। নিউজিল্যান্ড অধিনায়ক সেই ম্যাচে শেষপর্যন্ত আউট হলেন ৪০ রানে। তার দল তখন বেশ সুসংহত অবস্থায়।

ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি হারের জন্য মুশফিককে দায়ি করেননি। জানান-এমন কিছু তো খেলারই অংশ!

ফিনিসার বোলার কই?

ওভালে শেষ ৬ ওভারে ম্যাচ জিততে নিউজিল্যান্ডের চাই ২৫ রান। উইকেট বাকি মাত্র তিনটি। লেজের সারির এই ব্যাটসম্যানরা তখন কাঁপাকাপি করছে। কিন্তু সেই সুযোগটা নিতে পারলো না বাংলাদেশ। প্রতিপক্ষের লেজের সারির ব্যাটসম্যানদের বুকে আরো কাঁপন ধরিয়ে দিতে পারতো তেজি কোনো বোলার। কিন্তু এমন পরিস্থিতি প্রতিপক্ষের ব্যাটসম্যানদের পেটে প্রজাপতির নাঁচন ধরানোর মতো জোরে কোনো বোলার কই বাংলাদেশ দলে?

দুই পাশ থেকে ফাস্ট বোলার দাড় করিয়ে এমন পরিস্থিতিতে ইয়র্কারে স্ট্যাম্প ভেঙ্গে চুরে একাকার করে দেয়ার মতো ম্যাচ ফিনিসার বোলারই যে নেই আমাদের!

রুবেল হোসেনের নাম বলছেন? এই ম্যাচে তো রুবেল হোসেন একাদশেই ছিলেন না!

   

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে আজ মাঠে নামবে দিল্লি ও গুজরাট। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা দুটি ম্যাচে নামবে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়াও টিভিতে যা যা থাকছে।


আইপিএল

দিল্লি-গুজরাট

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ফ্রেঞ্চ লিগ ওয়ান

লোরিয়াঁ-পিএসজি

রাত ১১টা, র‍্যাবিটহোল

মার্শেই-নিস

রাত ১টা, র‍্যাবিটহোল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যান ইউ-শেফিল্ড

রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

এভারটন-লিভারপুল

রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

;

ফের খরুচে মুস্তাফিজ, স্টয়নিসের বীরত্বে লক্ষ্ণৌয়ের জয়



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দুর্দান্ত ছন্দে আইপিএল শুরু করলেও ক্রমেই মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের হাড়গোড় বেরিয়ে পড়ছে। আরও একবার চেন্নাইয়ের সবচেয়ে খরুচে বোলারের তকমা জুটল মুস্তাফিজের। ৩.৩ ওভারে খরচ করলেন ৫১ রান, শেষ ওভারে ১৭ রান ডিফেন্ড করতে গিয়ে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিলেন। মুস্তাফিজের এমন দুঃস্বপ্নের দিনে তার দল চেন্নাই কয়েক দিনের ব্যবধানে ফের হেরেছে লক্ষ্ণৌয়ের কাছে। ৬ উইকেটের জয়ে লক্ষ্ণৌয়ের ‘বীর’ মার্কাস স্টয়নিস।

চেপকে টসে হেরে আগে ব্যাট করতে হয় চেন্নাইকে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের অসাধারণ সেঞ্চুরি আর শিবম দুবের চিরচেনা মারকাটারি ব্যাটিংয়ে চলতি আসরে প্রথমবারের মতো দুইশ ছাড়ানো সংগ্রহ পায় স্বাগতিকরা।

৫০ বলে এক ডজন চার আর ৩ ছক্কায় ১০৮ রানে অপরাজিত থাকেন রুতুরাজ। তাকে যোগ্য সঙ্গ দিয়ে চেন্নাইকে দুইশ পেরোনো স্কোর পেতে সাহায্য করেন দুবে। ২৭ বলে ৩ চার আর ৭ ছয়ে ৬৬ রান আসে তার ব্যাটে। চতুর্থ উইকেটে তাদের ৪৬ বলে ১০৪ রানের অবিশ্বাস্য জুটিতেই কুড়ি ওভারে ৪ উইকেটে ২১০ রানে পৌঁছায় চেন্নাই।

তবে ব্যাট হাতে অতিমানবীয় এক ইনিংস খেলে রুতুরাজ-দুবের দুর্দান্ত ব্যাটিং ভুলিয়ে দেন স্টয়নিস। ৬৩ বলে ১৩ চার এবং আধডজন ছক্কায় ১২৪ রানের হার না মানা ইনিংস খেলেন এই অজি অলরাউন্ডার। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি।

অথচ লক্ষ্ণৌয়ের ইনিংসের শুরুতেই দীপক চাহার রানের খাতা খোলার আগেই ফেরান কুইন্টন ডি কককে। মুস্তাফিজের বলে ধরাশায়ী হন লক্ষ্ণৌ অধিনায়ক কেএল রাহুল (১৬)। তবে স্টয়নিসের দিনে যে তিনি একাই যথেষ্ট, সেটারই এক প্রদর্শনী দেখিয়ে চেপককে স্তব্ধ করে দেন এই অজি।

এই জয়ে চেন্নাইকে টপকে লক্ষ্ণৌ উঠে এসেছে পয়েন্ট টেবিলের চারে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১০। সমান ম্যাচ খেলেও ২ পয়েন্ট কম নিয়ে পাঁচে চেন্নাই।

;

বিসিবিকে লেগ স্পিনার ও চায়নাম্যান বোলার খুঁজে দেবেন মুশতাক



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

একজন লেগ স্পিনার কিংবা চায়নাম্যান বোলার না থাকার আক্ষেপটা বাংলাদেশের দীর্ঘ দিনের। জাতীয় দলে নানা সময় লেগ স্পিনারদের সুযোগ দেওয়া হলেও সেই অর্থে কেউই নিজেদের প্রমাণ করে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পারেননি। তবে এবার সেই আক্ষেপ দূর করতে চায় বিসিবি। আর সে কারণেই প্রথমবারের মতো স্পিন বোলার কোচ হিসেবে পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদকে নিয়োগ দিয়েছে বিসিবি।

সোমবার সেই দায়িত্ব বুঝে নিতে বাংলাদেশে পা রেখেছেন এই কোচ। পরিচিত হয়েছেন সকলের সঙ্গে। সেই সঙ্গে দায়িত্ব বুঝে নিয়েছেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের কাছ থেকেও। তাকে নিয়ে মঙ্গলবার একটি ভিডিও শেয়ার করেছে বিসিবি। যাতে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন পাকিস্তানের হয়ে ৫২টি টেস্ট ও ১৪৪টি ওয়ানডে খেলে ৩৪৬ উইকেট নেওয়া মুশতাক।

বাংলাদেশের স্পিন বিভাগে পরিবর্তন আনার কথা জানিয়ে মুশতাক বলেন, ‘তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করতে চাই আমি। আশা করি, আমরা একটা পার্থক্য তৈরি করতে পারব। এখানকার ক্রিকেটাররা অত্যন্ত প্রতিভাবান। তারা যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে।’

বাংলাদেশ দল ও পাইপলাইনে যথেষ্ট লেগ স্পিনারের ঘাটতি আছে, যা জানা আছে মুশতাকেরও। আর সে কারণেই ঘরোয়া ক্রিকেটে নজর দিয়ে সেখান থেকে নতুন লেগ স্পিনার ও চায়নাম্যান বোলার খুঁজে বের করতে চান তিনি। বলেন, ‘আমরা লেগ স্পিনার এবং চায়নাম্যান বোলার খুঁজতে পারি। সাদা বলের ক্রিকেটে মাঝের ওভারগুলোতে উইকেট এনে দেওয়ার মতো বোলার প্রয়োজন আমাদের। আর সেটাই আমি করার চেষ্টা করব।’

;

‘আইপিএলের মতো রানবন্যা দেখা যাবে না বিশ্বকাপে’



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রান তোলার বিচারে চলমান আইপিএল ছাড়িয়ে গেছে অন্যসব আসরগুলোকেও। দলীয় ২০০ রানের সংগ্রহ এখনও যেন অতি সহজ। সানরাইজার্স হায়দরাবাদ তো পারলে টি-টোয়েন্টিতে তিনশ রানও ছুঁয়ে ফেলে। এবারের আইপিএলে ২৮৮ রানের রেকর্ড গড়েছে দলটি। রেকর্ড গড়ছে পাওয়ার প্লেতে ১২৫ রান তুলেও। আর এই আইপিএলে বিশ্বের সব বড় বড় তারকা ক্রিকেটাররা খেলায় ধারণা করা হচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছুটবে রানের ফুলকি।

এবারের আইপিএল শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের ব্যবধানে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও কি এমন রানবন্যা দেখা যাবে; ডেভিড ওয়ার্নারের কাছে প্রশ্ন ছিল এমন; তিনি অবশ্য বলছেন ভিন্ন কথা। তার মতো, ওয়েস্ট ইন্ডিজের উইকেট আইপিএলের মতো হবে না। সেখানে রানবন্যা দেখা যাওয়ার সম্ভাবনা কম। আর এমন উইকেটে যে একজনকে ধরে খেলতে হয়, সেটাও মনে করিয়ে দিয়েছেন ওয়ার্নার।

ওয়ার্নার বলেন, ‘সেখানে উইকেট ধীরগতির হতে পারে, কিছুটা টার্ন করতে পারে। সেখানকার উইকেট সাধারণত কিছুটা নিচু ও ধীরগতির হয়। ২০১০ বিশ্বকাপে যখন খেলেছি তখনও, হাই স্কোরিং উইকেট ছিল না। আর এমন উইকেটে অ্যাঙ্করের প্রয়োজন হয়। আমাদের দলে মাইক হাসির মতো একজন ছিল। সে উইকেটে আসত, তার নিজের মতো একটা ইনিংস খেলত। আর তাছাড়া সেখানে ম্যাচগুলোও হবে মূলত দিনের বেলাতে। তাই এটা একটা বড় ভূমিকা রাখবে।’

এবারের আইপিএলটা অবশ্য খুব একটা ভালো কাটছে না ওয়ার্নারের। ৭ ম্যাচে তার রান মোটে ১৬৭। তবে নিজে তেমন একটা পারফর্ম করতে না পারলেও উইকেট নিয়ে খুশি তিনি। বলেন, ‘উইকেট খুবই ভালো। ফ্ল্যাট, কমপ্যাক্ট আর খুব বেশি হাই স্কোরিং। এবং যখন আপনি ছোট বাউন্ডারি পাবেন, আপনি বড় স্কোর দেখতেই পাবেন।’

;