স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু সাত দিনের রিমান্ডে

রাজধানীর শাহবাগ থানার নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে জিজ্ঞাসাবাদে পুলিশের সাতদিনের রিমান আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার তাকে ঢাকার মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে শাহবাগ থাকার নাশকতার মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই অমল বিষ্ণু দেব। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা বিএনপির অবস্থান কর্মসূচি থেকে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শফিউল বারী বাবুকে আটক করে ডিবি পুলিশ।
এরপর বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মিড়িয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, রমনা ও শাহবাগ থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।