Alexa

ঢাকা-বঙ্গবন্ধু সেতুর ম‌ধ্যে টাঙ্গাইল ক‌মিউটারের উদ্বোধন

ঢাকা-বঙ্গবন্ধু সেতুর ম‌ধ্যে টাঙ্গাইল ক‌মিউটারের উদ্বোধন

ঢাকা-বঙ্গবন্ধু সেতুর ম‌ধ্যে টাঙ্গাইল ক‌মিউটারের উদ্বোধন। ছবি: বার্তা২৪.কম

‌সি‌নিয়র ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম

ঢাকা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশনের মধ্যে টাঙ্গাইল ক‌মিউটার ট্রেনের উদ্বোধন ক‌রে‌ছেন রেলমন্ত্রী মু‌জিবুল হক।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) ‌সন্ধ্যা সা‌ড়ে ৫টায় কমলাপুর রেল‌স্টেশন থে‌কে টাঙ্গাইল ক‌মিউটার ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ঢাকা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশনের মধ্যে দিয়ে টাঙ্গাইল কমিউটার-১ ও ২ নামে এক জোড়া ট্রেন চলাচল করবে।

রেলমন্ত্রী ব‌লেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী এ ট্রেন চলাচল শুরু হওয়ায় টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকার রে‌লের উন্নয়‌নে যুগান্তকারী পদ‌ক্ষেপ নি‌য়ে‌ছে। বিএন‌পির আম‌লে রেল ছিল অব‌হে‌লিত। এ সরকার রে‌লে নতুন কোচ ও ইঞ্জিন দি‌য়ে গ‌তি ফি‌রি‌য়ে এনেছে। চল‌ছে অর্ধশত প্রকল্প বাস্তবায়‌নের কাজ।’

চালু হওয়া টাঙ্গাইল ক‌মিউটার ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে এবং বঙ্গবন্ধু সেতুতে (পূর্বে) পৌঁছাবে রাত ৮টা ৩০ মিনিটে। বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশন থেকে ভোর ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে। ট্রেনটি ১০টি কোচ নিয়ে চলাচল করবে।

আগে এই ট্রেনটি তুরাগ নামে ঢাকা-জয়দেবপুরের মধ্যে চলাচল করত।

জাতীয় এর আরও খবর