Alexa

সিলেটের ৬ টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা  

সিলেটের ৬ টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা   

ছবি: বার্তা২৪

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন ছিল বুধবার (২৮ নভেম্বর) । এদিন সকাল থেকেই জোট ও দলগুলোর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।এ উপলক্ষে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল থেকেই ছিলো বিভিন্ন দলের নেতাকর্মীদের ভিড়।

সিলেটের ছয়টি নির্বাচনী আসনে  শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়েতের নেতারা মনোনয়ন পত্র জমা দেন। এরবাইরেও বিকল্পধারা, জমিয়ত, খেলাফত, সিপিবি-বাসদসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। রয়েছেন স্বতন্ত্র প্রার্থীও।

সিলেট-১ (মহানগর-সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিয়েছেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. ইনাম আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ফয়জুল হক, বাসদের উজ্জল রায়, প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (এনপিপি)’র ইউসূফ আহমেদ।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আওয়ামী লীগের কেউ মনোনয়ন জমা দেন নি। এ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা দিয়েছেন ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। এই আসনে অপর প্রার্থী হচ্ছেন বিএনপির সাবেক সাংসদ ও নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ও তাঁর ছেলে ইলিয়াস আবরার অর্ণব,

গণফোরামের মোকাব্বির খান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (এনপিপি)’র মনোয়ার হোসেন, খেলাফত মজলিসের মুনতাছির আলী, মো. মোশাহিদ খান, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা কাজী আমিন উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ড. এনামুল হক সরদার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। এছাড়া এ আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। তারা হলেন- সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী, সাবেক যুবদল নেতা কাইয়ুম চৌধুরী ও যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার এম এ সালাম ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, জাতীয় পার্টির এম এ মতিন চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মোহাম্মদও এ আসনে মনোনয়ন দাখিল করেছেন।

সিলেট-৪ (কোম্পানিগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনে বিএনপির মনোনয়ন জমা দিয়েছেন দুজন।

সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম ও সাবেক ছাত্রনেতা এডভোকেট শামসুজ্জামান জামান। এছাড়া জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থী জাপার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এটি ইউ তাজ রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা আতাউর রহমানও এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সাংসদ ইমরান আহমদ।

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদার। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন

বর্তমান সাংসদ ও বিরোধী দলীয় হুইপ জাতীয় পার্টির সেলিম উদ্দিন,বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন শরীফ আহমদ লস্কর ও মামুনুর রশিদ মামুন। এছাড়াও একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ও জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ আসনে বিএনপির মনোনয়ন জমা দিয়েছেন সাবেক ছাত্র নেতা ফয়সল আহমদ চৌধুরী ও চিত্রনায়ক হেলাল খান, বিকল্পধারার শমসের মুবিন চৌধুরী, জামায়াতের জেলা দক্ষিণের আমির মাওলানা হাবিবুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা আসাদ উদ্দিন আল মাহমুদ ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর।

মনোনয়ন জমাদানকারী প্রার্থীদের মধ্যে শুধু সিলেট-২ আসনের বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ছাড়া প্রায় সকলেই রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

 

আপনার মতামত লিখুন :