Alexa

রণাঙ্গনের বীরকন্যা তারামন বিবি আর নেই

রণাঙ্গনের বীরকন্যা তারামন বিবি আর নেই

রণাঙ্গনের বীরকন্যা তারামন বিবি আর নেই। ছবি: সংগৃহীত

একাত্তরের রণাঙ্গনের বীরকন্যা বীরপ্রতীক তারামন বিবি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শ্বাসকষ্ট, ফুসফুসে সমস্যা, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

শনিবার (১ ডিসেম্বর) সকালে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচরিপাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিছুদিন আগে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর সময় তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ছেলে আবু তাহের জানান, বীর প্রতীক তারামন বিবিকে আজ দুপুর ২টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, মাত্র ১৪ বছর বয়সে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ লড়াইয়ের বলিষ্ঠ সাহস দেখিয়েছিলেন তারামন বিবি। পরবর্তীতে এই নারী মুক্তিযোদ্ধা এরই স্বীকৃতিস্বরূপ ভূষিত হন বীরপ্রতীক খেতাবে।

আপনার মতামত লিখুন :