Alexa
independent day 2019

সবুরা মালেক-এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

সবুরা মালেক-এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

সবুরা মালেক-এর মৃত্যুতে তার বাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার আব্দুল মালেক উকিলের সহধর্মিণী সবুরা মালেক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায়, প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এদিকে রাতে প্রধানমন্ত্রী আব্দুল মালেক উকিলের বনানীস্থ বাসভবনে মরহুমার মরদেহ দেখতে যান। সেখানে তিনি পরিবার বর্গের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়

উল্লেখ্য সবুরা মালেক দপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বিবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন যাবৎ তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ২ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

জাতীয় এর আরও খবর