‘তারেককে দেশে ফিরিয়ে এনে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে’

  • স্পেশাল করেসপন্ডেন্ট , বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

‘তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আইন শাসন প্রতিষ্ঠা করা হবে। সরকারের এবারের মেয়াদে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্রাধিকার দিয়ে করবে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) নতুন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।   

বিজ্ঞাপন

তিনি বলেন, তারেক রহমানেক ফিরিয়ে আনা-এটা অগ্রাধিকার ভিত্তিতে করা হবে।

শাহরিয়ার আলম বলেন, ইউরোপ, আফ্রিকা, আমেরিকার নতুন নতুন দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করা হবে। এছাড়া যাদের সঙ্গে সম্পর্ক রয়েছে সেই সব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করার জন্য কাজ করা হবে। মধ্যপ্রাচ্য জনশক্তি রপ্তানি বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।