Alexa

ময়মনসিংহে ডিবির অভিযানে আটক ৭

ময়মনসিংহে ডিবির অভিযানে আটক ৭

ময়মনসিংহে ডিবির অভিযানে আটক ৭ / ছবি: বার্তা২৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ময়মনসিংহ

ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে ছয় জুয়ারি ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হল- আব্দুস ছামাদ (২৩), সোহেল আহম্মদ (২৪), জাহারুল ইসলাম (২০), রাসেল (২১), ফরহাদ রেজা (২২), সাইদুল ইসলাম (২০) ও সন্দীপ সাহা (২২)।

মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সদরের চুরখাই বাজার এলাকা থেকে ছয় জুয়ারি এবং নান্দাইল উপজেলার চারআনী পাড়া এলাকা থেকে ৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতদের সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের পর আদালতে সোর্পদ করা হয়েছে বলেও জানান ওসি।

জাতীয় এর আরও খবর