রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আটককৃত ছিনতাইকারীরা, ছবি: বার্তা২৪

আটককৃত ছিনতাইকারীরা, ছবি: বার্তা২৪

রাজধানীর তেজগাঁও থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার দেশি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, মোঃ ফারুক হোসেন (৩০), শাহরিয়ার হোসেন (২০), মোঃ মানিক (২৪) ও মোঃ আনোয়ার (২২)।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো, ছুরি ১টি, এন্টি কাটার ব্লেড ২ টি ও পেন্সিল কম্পাস ১টি।

রোববার (১৩ জানুয়ারি) র‍্যাব-২ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. সাইফুল মালিক বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। বিষয়টি র‍্যাব-২ এর নজরে আসলে তাদের ওপর গোয়েন্দা নজরদারি রাখা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁওয়ের আম্বর শাহ মসজিদ সংলগ্ন মেইন রোড থেকে ছিনতাই করার চেষ্টাকালে তাদের আটক করা হয়েছে।'