Alexa

সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৩১৮ পরীক্ষার্থী

সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৩১৮ পরীক্ষার্থী

সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৩১৮ পরীক্ষার্থী। ছবি: বার্তা২৪.কম

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম

সিলেট অঞ্চলে শান্তিপূর্ণভাবে প্রথম দিনের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষায় দশমিক ৩৫ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কিন্তু কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর বা বহিষ্কারের ঘটনা ঘটেনি।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ জানান, বিভাগের চার জেলায় ১৩১টি কেন্দ্রে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেটে পরীক্ষার্থী ছিল ৯০ হাজার ২৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮৯ হাজার ৭০৫ জন এবং অনুপস্থিত ছিল ৩১৮ জন।

এবার সিলেট শিক্ষাবোর্ডের অধীনে অংশ নিচ্ছে ৮৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ১৩ হাজার ১৫ জন শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় ৩ হাজার ৮৩৫ জন বেশি। গত বছর সিলেটে অংশ নিয়েছিল ১ লাখ ৯ হজার ১৮০ জন শিক্ষার্থী। এ বছর পরীক্ষার্থীর পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান বেড়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, প্রত্যেক বোর্ডে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩১টি ভিজিল্যান্স টিম পরীক্ষা চলাকালীন সার্বিক তত্ত্বাবধান করছে। এছাড়া জেলাগুলোতেও টিম গঠন করা হয়েছে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। প্রথমদিনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জাতীয় এর আরও খবর