Alexa

আগুনে পুড়ে নিঃস্ব সিলেটের ৪ পরিবার

আগুনে পুড়ে নিঃস্ব সিলেটের ৪ পরিবার

ছবি: বার্তা২৪

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম

সিলেটে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বাড়ি। ওই বাড়িতে মোট চারটি পরিবার বসবাস করতেন। অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আখালিয়া খুলিয়াপাড়ার এলাহি বি ১৯ নম্বর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শিমুল মোহাম্মদ রফি জানান, লাকড়ির চুলায় রান্না করছিলেন এক নারী। এ সময় অসাবধানতাবশত একটি কাপড়ের টুকরাতে আগুন লেগে বিদ্যুতের লাইনে লেগে যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার মালিক চার ভাই। তারা হলেন- আনোয়ার হোসেন, সোনা মিয়া, মন্তায মিয়া ও মনু মিয়া। অনিকাণ্ডের ফলে পরিবারের সদস্যদের নিয়ে অনেকটা অনিশ্চিয়তায় পড়েছে পরিবারগুলো।

জাতীয় এর আরও খবর