Alexa

চকবাজার অগ্নিকাণ্ডে পুতিনের দুঃখ প্রকাশ

চকবাজার অগ্নিকাণ্ডে পুতিনের দুঃখ প্রকাশ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফাইল ছবি

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং আরও জানায়, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পৃথক বার্তায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার।

উল্লেখ্য, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে পুরান ঢাকার চুড়িহাট্টায় ওয়াহিদ ম্যানশন ভবনে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা প্রায় ৭০।

আপনার মতামত লিখুন :