Alexa

টঙ্গী থেকে ছিনতাইকারী চক্রের  ৬ সদস্য গ্রেফতার

টঙ্গী থেকে ছিনতাইকারী চক্রের  ৬ সদস্য গ্রেফতার

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গী থেকে ছিনতাইকারী চক্রের মূল হোতা মো. নয়ন বাবু সহ (২৫) ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

বাকি ৫ গ্রেফতাররা হলেন মো. কামরুজ্জামান মিয়া (২৫), মো. শরিফুল ইসলাম শরীফ (২২), মো. ইসমাইল হোসেন জনি (১৮),মো. রাসেল বেপারী (১৯) ও মো. জাহাঙ্গীর আলম (২০)। 

শুক্রবার (২১ মার্চ) র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. সারওয়ার বিন কাশেম এ তথ্য নিশ্চিত করেন।

মো. সারওয়ার বিন কাশেম বলেন,  র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি ছিনতাইকারী চক্রের কতিপয় সদস্য টঙ্গীর সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদে ভিত্তিতে ছিনতাইকারী চক্রের মূল হোতা মো. নয়ন বাবুসহ মোট ৬ জন  ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারদের কাছ থেকে  এ সময় ছিনতাইকৃত ১৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :