Alexa

বরিশালে সড়ক দুর্ঘটনা: ঘাতক বাস চালক গ্রেপ্তার

বরিশালে সড়ক দুর্ঘটনা: ঘাতক বাস চালক গ্রেপ্তার

গ্রেপ্তার ঘাতক দুর্জয় পরিবহনের চালক আব্দুল জলিল, ছবি: বার্তা২৪

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম

বরিশাল-বানারীপাড়া সড়কে বাস-মাহিন্দ্রা (থ্রি হুইলার) মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘাতক দুর্জয় পরিবহনের চালক আব্দুল জলিলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) রাতে বাবুগঞ্জের চাঁদপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।

তিনি জানান, জলিলকে থানা পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সাথে তার ড্রাইভিং লাইসেন্স ও ঘাতক বাসটির কাগজপত্র বৈধ রয়েছে কি-না তাও খতিয়ে দেখছে পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, শুক্রবার (২২ মার্চ) সকালে বরিশাল- বানারীপাড়া সড়কে গড়িয়ার পাড়ের তেতুঁলতলা এলাকায় বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে সাতজন নিহত হয়। এ ঘটনায় আহত শিশুসহ চারজন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: নিহতের সংখ্যা বেড়ে ৭, তদন্ত কমিটি গঠন

জাতীয় এর আরও খবর