Alexa

চলন্ত বাসের নিচে পড়ে সহকারীর মৃত্যু

চলন্ত বাসের নিচে পড়ে সহকারীর মৃত্যু

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম

চট্টগ্রামে চলন্ত বাস থেকে পড়ে বাসের সহকারীর (হেল্পার) মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সকাল ৯টায় নগরীর চান্দগাঁও থানাধীন পেপসি নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহত মো.সাকিবের (১৮) বাড়ি নোয়াখালীর জেলার হাতিয়া উপজেলায়। তার পিতার নাম বেলাল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দীন তালুকদার এর সতত্য নিশ্চিত করেছেন। তিনি বার্তা২৪.কমকে জানান, দুই নম্বর বাসের এক হেল্পার অসাবধানতাবসত বাস থেকে পড়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে ভর্তি করানো হয় তাকে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

জাতীয় এর আরও খবর