Alexa

রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম

রাজধানীর মিরপুরে তেঁতুলিয়া পরিবহনের একটি বাসের চাপায় নুরল ইসলাম শান্ত নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালক সাইফুল ইসলাম (২৭) মিরপুর মডেল থানায় আটক রয়েছেন।

সোমবার (২৫ মার্চ) দুপুর ১২ টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, মিরপুরের শেওড়াপাড়ায় সকাল ১০ টার দিকে মোহাম্মদপুর থেকে টঙ্গীগামী তেঁতুলিয়া পরিবহনের একটি বাস চাপায় মোটরসাইকেল আরোহী নুরল আহত হন। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১২ টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের মরদেহ এখন সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এএসআই ফারুক বার্তা২৪.কমকে বলেন, ‘ঘটনাটি সকালে ঘটেছে। আহত অবস্থায় ঐ মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বাসচালককে আটক করা গেছে। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।’

 

জাতীয় এর আরও খবর