Alexa

ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেট, ময়মনসিংহ, বার্তা২৪.কম

ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে মাহিয়া (৬) ও জবা (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিয়া নকলা উপজেলার কেজাইকাটা গ্রামের মিন্টু মিয়ার মেয়ে ও জবা চরনিয়ামত গ্রামের জাহাঙ্গীরের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, ফুফাতো বোন মাহিয়া নানা বাড়ি বেড়াতে এসে মামাতো বোন জবাকে নিয়ে শুক্রবার দুপুরে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খুঁজতে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকেলে দুই বোনকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জাতীয় এর আরও খবর