Alexa

নুসরাত হত্যার বিচার দাবিতে রাজপথে ময়মনসিংহবাসী

নুসরাত হত্যার বিচার দাবিতে রাজপথে ময়মনসিংহবাসী

ছবি: বার্তা২৪.কম

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম

ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে রাজপথে নেমেছেন ময়মনসিংহের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা।

বিক্ষুব্ধ ময়মনসিংহবাসীর ব্যানারে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধনে কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিরা সুলতানা অণু, বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর জেলা সভাপতি আব্দুল কাদির মুন্না, আলোর পথে হিজড়া সংগঠনের সভাপতি সালমা আক্তার প্রমুখ অংশ নেন।

জাতীয় এর আরও খবর