Alexa

ওমরাহ পালনে যাওয়া হলো না আব্দুল হামিদের

ওমরাহ পালনে যাওয়া হলো না আব্দুল হামিদের

আব্দুল হামিদ। ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনে যাওয়া হলো না সিলেটের গোয়াইনঘাট উপজেলার উজুহাত গ্রামের আব্দুল হামিদের।

রোববার (২১ এপ্রিল) শবে বরাতের দিন রাত ১০টার দিকে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

নিহতের ছেলে পুলিশ সদস্য শামসুদ্দীন জানান, গত ১৭ এপ্রিল সকালে তার বাবা আব্দুল হামিদ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে গ্রামের বাড়ি থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে আসছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এতে আব্দুল হামিদ গুরুতর আহত হলে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে মারা যান তিনি।

আপনার মতামত লিখুন :