Alexa

গোমতী-গোদাগাড়ী নৌরুট চালু হলে বাড়বে বাংলাদেশ-ভারতের যোগাযোগ

গোমতী-গোদাগাড়ী নৌরুট চালু হলে বাড়বে বাংলাদেশ-ভারতের যোগাযোগ

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ, ছবি: সংগৃহীত

গোমতী নদী এবং রাজশাহীর গোদাগাড়ীর নৌরুট চালু হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ বাড়বে।

গোমতী নদী এবং গোদাগাড়ীর নৌরুট খননের জন্য এরই মধ্যে সার্ভে করা হয়েছে। পরে টেকনিক্যাল কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী খনন করে রুটগুলো চালু করা হবে।

বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সঙ্গে দেখা করতে এলে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় হাইকমিশনার গোমতী নদী, জকিগঞ্জ-আশুগঞ্জ এবং গোদাগাড়ী নৌরুট খননের আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌপথ, আকাশপথ এবং স্থলপথে যোগাযোগ রয়েছে। অনেক স্থানে ভারতীয় অর্থায়নে কার্যক্রম চলছে।

দিনাজপুরের বিরল এবং ভারতের রাধিকাপুর স্থলবন্দর চালু করার বিষয়টিও তাদের আলোচনায় স্থান পায়।

আপনার মতামত লিখুন :