Alexa

তিনদিনের সফরে ঢাকায় গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী

তিনদিনের সফরে ঢাকায় গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদুয়ো টাঙ্গারা, ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদুয়ো টাঙ্গারা তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার (১৭ মে) সকাল ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশন বিষয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে। ওই অনুষ্ঠানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন।

এছাড়া, গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারোর বিশেষ দূত হিসাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মামাদুয়ো টাঙ্গারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে একটি চিঠি তুলে দেবেন।

উল্লেখ্য, ফ্লাইট মিস করার কারণে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদুয়ো টাঙ্গারা বুধবার (১৫ মে) সকালে ঢাকা আসতে পারেননি।

আরও পড়ুন: ফ্লাইট মিস করায় ঢাকা আসতে পারেননি গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আপনার মতামত লিখুন :