Alexa

প্রথম ইনিংস শেষ, দ্বিতীয় ইনিংস খেলব: কাদের

প্রথম ইনিংস শেষ, দ্বিতীয় ইনিংস খেলব: কাদের

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের/ ছবি: বার্তা২৪.কম

দায়িত্ব পালনে প্রথম ইনিংস শেষ করে এখন দ্বিতীয় ইনিংস খেলবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৯ মে) সকাল সোয়া ১০টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রথম ইনিংস শেষ করেছি। এখন আমি দ্বিতীয় ইনিংস খেলব। দ্বিতীয় ইনিংসের মূল চ্যালেঞ্জ সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট নিরসন ও মেগা প্রকল্পের কাজ শেষ করা।’

মন্ত্রী বলেন, ‘আমি তো মরেই যেতাম, বেঁচে আছি। কয়েকদিন ঢাকায় যা ঘটেছে, আমি শুধু জানি হাসপাতালে গেছি, এরপর কিছু জানি না। সিঙ্গাপুরে এয়ারবাসে যাওয়াসহ কিছুই মনে নেই।’

সেতুমন্ত্রী বলেন, ‘কাল (সোমবার) সাড়ে ১০টায় সেতু বিভাগে যাব। সেখানকার অবস্থা জানব। আমি শারীরিক দুর্বলতায় আছি, যে কারণে ভারি কাজ রয়ে সয়ে করতে হবে। তবে আমি যতটুকু সম্ভব কাজ করে যাবে।’

আরও পড়ুন: দেড়মাস পর পুরোদমে কাজ করতে পারব: কাদের

আপনার মতামত লিখুন :