Alexa

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু'জনের মৃত্যু

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু'জনের মৃত্যু

ময়মনসিংহ জেলার মানচিত্র, ছবি: সংগৃহীত

ময়মনসিংহে মাহিন্দ্রা ও সিমেন্ট বোঝাই ভ্যানগাড়ির সংঘর্ষে জিসান নামে ছয় মাসের এক শিশুসহ অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) রাতে সদর উপজেলার চর বড়বিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা ময়মনসিংহ থেকে তারাকান্দার দিকে যাচ্ছিল। ওই এলাকায় গিয়ে মাহিন্দ্রাটি নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাহিন্দ্রার যাত্রী শিশু জিসান নিহত হয়।

এ ঘটনায় আহত আরও তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :