Barta24

বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬

English Version

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু'জনের মৃত্যু

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু'জনের মৃত্যু
ময়মনসিংহ জেলার মানচিত্র, ছবি: সংগৃহীত
স্টাফ করেসপন্ডেন্ট
বার্তা২৪.কম
ময়মনসিংহ


  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহে মাহিন্দ্রা ও সিমেন্ট বোঝাই ভ্যানগাড়ির সংঘর্ষে জিসান নামে ছয় মাসের এক শিশুসহ অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) রাতে সদর উপজেলার চর বড়বিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা ময়মনসিংহ থেকে তারাকান্দার দিকে যাচ্ছিল। ওই এলাকায় গিয়ে মাহিন্দ্রাটি নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাহিন্দ্রার যাত্রী শিশু জিসান নিহত হয়।

এ ঘটনায় আহত আরও তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :

সরকা‌রের বিরু‌দ্ধে সাংবা‌দিক‌দের দাঁড় কর‌ানোর ষড়যন্ত্র করছে দুদ‌ক: ক্র্যাব

সরকা‌রের বিরু‌দ্ধে সাংবা‌দিক‌দের দাঁড় কর‌ানোর ষড়যন্ত্র করছে দুদ‌ক: ক্র্যাব
দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ, ছবি: বার্তা২৪

ক্রাইম অ্যাসো‌সি‌য়েশ‌ন অব বাংলা‌দেশের (ক্র্যাব) সভাপ‌তি আবুল খা‌য়ের বলেছেন, সরকা‌রের বিরু‌দ্ধে সাংবা‌কি‌দের দাঁড় কর‌া‌নোর ষরযন্ত্র কর‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)। এজন্য দিপু সা‌রোয়া‌রের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়ার চি‌ঠি পা‌ঠি‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২৭ জুন) সাংবা‌দিক দিপু সারোয়ার ও ইমরান হো‌সেন সুমন‌কে দুদকের হুম‌কির প্রতিবা‌দে আয়োজিত মানববন্ধন ও বি‌ক্ষোভ সমা‌বেশে তিনি এসব কথা বলেন।

ক্র্যাব সভাপ‌তি ব‌লেন, মি‌ডিয়ার লোক যেন দুদকে আস‌তে না পা‌রে, তারা যেন সরকার‌কে সহ‌যোগিতা কর‌তে না পা‌রে, সেজন্য এক শ্রেণীর লোক সব সময় তৎপর। সেই লো‌কেরা চায় কীভা‌বে সরকারের ভাবমূ‌র্তি নষ্ট করা যায়। সরকা‌রের বিরু‌দ্ধে যায় এমন এক‌টি প্লাটফর্ম তৈ‌রি কর‌তে ষরযন্ত্র ক‌রে কিছু সরকা‌রি কর্মকর্তা। যে কর্মকর্তা সাংবা‌দি‌কের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়ার চি‌ঠি দি‌য়ে‌ছেন, তি‌নি জে‌নেই চি‌ঠি দি‌য়ে‌ছেন। তি‌নি জা‌নেন এ চি‌ঠি দি‌লে সাংবা‌দিকরা ক্ষিপ্ত হ‌বেন, আন্দোলন কর‌বেন, সরকা‌রের ভাবমূ‌র্তি ক্ষুণ্ন হ‌বে।

‌আবুল খা‌য়ের ব‌লেন, সাংবা‌দিক‌দের এ বি‌ক্ষোভ সারা দেশ দেখ‌ছে; এমন‌কি আন্তর্জা‌তিক মি‌ডিয়ায় পর্যন্ত যা‌চ্ছে। এটা দে‌শের জন্য মঙ্গল নয়। সরকা‌রের বিরু‌দ্ধে সাংবা‌দিক‌দের দাঁড় করা‌তে ‌কর্মকর্তা এমন চি‌ঠি দি‌য়ে‌ছে। আমরা এমন ব্যক্তি‌কে দুদক থে‌কে সরিয়ে দেওয়ার আহবান জানাই। সেই কর্মকর্তা দুদ‌কের ভা‌লো চায় না, সরকা‌রের ভা‌লো চায় না। ষরযন্ত্রকারী এই দুদক কর্মকর্তা‌ সরকার‌কে সাংবা‌দিক‌দের সা‌থে বি‌রোধ তৈরি করার ষরয‌ন্ত্রে লিপ্ত।

‘সাংবা‌দিক‌দের সা‌থে এত বড় অন্যায় করার পর তা‌কে (দুদক প‌রিচালক ফানা‌ফিল্যা) এখনও তার অবস্থা‌নে অবস্থান কর‌তে দেন, এটা সাংবা‌দিক সমাজ মে‌নে নি‌তে পা‌রে না।’

অন‌তি‌বিল‌ম্বে সাংবা‌দিক‌দের না‌মে ইস্যুকৃত ওই চি‌ঠি প্রত্যাহা‌রের দা‌বি জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, আগামী ৪৮ ঘণ্টার ম‌ধ্যে চি‌ঠি প্রত্যাহার ক‌রতে হবে। একই সা‌থে দুদকের সেই কর্মকর্তার (প‌রিচালক ফানা‌ফিল্যা) বিরু‌দ্ধে ক‌ঠোর ব্যবস্থা নি‌তে হ‌বে। এই চি‌ঠি প্রত্যাহার ক‌রে সাংবা‌দিক‌দের জানা‌বেন। অন্যথায় সাংবা‌দিক‌দের সব সংগঠন আপনা‌দের বিরু‌দ্ধে দাঁড়া‌বে।

আরও পড়ুন: সাংবা‌দিক দিপুকে দেওয়া চি‌ঠির মেয়াদ শেষ: দুদক

সাংবা‌দিক দিপুকে দেওয়া চি‌ঠির কার্যকা‌রিতা শেষ: দুদক

সাংবা‌দিক দিপুকে দেওয়া চি‌ঠির কার্যকা‌রিতা শেষ: দুদক
সাংবাদিকদের সাথে কথা বলেন দুদকের জনসং‌যোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য, ছবি: বার্তা২৪

সাংবা‌দিক দিপু সা‌রোয়ারকে দেওয়া চি‌ঠিতে তাকে হা‌জির হ‌তে বলা হ‌য়ে‌ছিল বুধবার (২৬ জুন)। কিন্তু দিন পার হয়ে যাওয়ায় বৃহস্পতিবার (২৭ জুন) দু‌র্নী‌তি দমন ক‌মিশ‌নের (দুদক) জনসং‌যোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, ওই চি‌ঠির কার্যকা‌রিতা নষ্ট হ‌য়ে গে‌ছে।

সকালে রাজধানীর সেগুন বাগিচায় দুদ‌ক কার্যালয়ের সাম‌নে বিক্ষোভ করে ক্রাইম রি‌পোর্টার্স অ্যাসো‌সি‌য়েশন অব বাংলা‌দেশের (ক্র্যাব)। পরে দুদ‌কের পক্ষ থে‌কে জনসং‌যোগ কর্মকর্তা সাংবা‌দিক‌দের এ কথা ব‌লেন।

‌তি‌নি ব‌লেন, যে চি‌ঠির মেয়াদ শেষ, তা নি‌য়ে আর কথা বলার কোনো মা‌নে হয় না। আমরা প্রশাস‌নিক ভাষায় এটা‌কে ব‌লি 'ফেড অ্যা‌কম‌প্লিট'। যে‌হেতু তা‌রিখ পে‌রি‌য়ে গে‌ছে, সুতরাং এ চি‌ঠি নি‌য়ে আর কিছু করার দরকার আছে ব‌লে আমি ম‌নে ক‌রি না। আমরা দুদক ও সাংবা‌দিকরা এক সা‌থে কাজ ক‌রি। আমরা সাংবা‌দিক‌দের রি‌পোর্ট অনুসন্ধান ক‌রি, আমরাও সাংবা‌দিক‌দের তথ্য দি‌য়ে সহ‌যোগিতা ক‌রি। অনেক অনুসন্ধা‌নের উৎস থা‌কে শুধু সাংবা‌দিক‌দের প্রতি‌বেদন। আমরা মি‌লে মিশে দুর্নীতির বিরু‌দ্ধে কাজ ক‌রি।

সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, চি‌ঠি‌টি লেখা হ‌য়ে‌ছে ২০১২ সা‌লের এক অনু‌মো‌দিত ফর‌মে‌টে। এখা‌নে দুইটা বিষয় থা‌কে, এক অভিযোগ সং‌শ্লিষ্ট ব্যক্তি আর অপর‌টি সা‌ক্ষী। দিপু সা‌রোয়ার সা‌ক্ষী।

তাহ‌লে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে কার বিরু‌দ্ধে, এমন প্রশ্নের উত্তরে তি‌নি ব‌লেন, যাদের (ডিআইজি মিজান ও দুদক কর্মকর্তা এনামুল বা‌ছির) বিরু‌দ্ধে তদন্ত চল‌ছে, তাদের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া অব্যাহত থাক‌বে।

দুদক প‌রিচালক ফানা‌ফিল্যার বিরু‌দ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হ‌বে কি-না, এমন প্রশ্নে তি‌নি ব‌লেন, তা‌কে শোকজ করা হ‌য়ে‌ছে। সাত দিনের ম‌ধ্যে তা‌কে দুই রকম চি‌ঠি দেওয়ার কারণ জানা‌তে বলা হ‌য়ে‌ছে।

এসময় দুদক কর্মকর্তা প্রণব কুমা‌রের বক্তব্য প্রত্যাহা‌র ক‌রে পাল্টা বক্তব্য দেন ক্র্যাব সভাপ‌তি আবুল খা‌য়ের। তি‌নি ব‌লেন, তিনি (প্রণব কুমার) চি‌ঠির কার্যকা‌রিতা শেষ হ‌য়ে‌ছে ব‌লে‌ছেন। কিন্তু আস‌লে এসব নো‌টি‌শের কার্যকা‌রিতা শেষ হয় না। কাউ‌কে পাঠা‌নো এক‌টি আদেশ সময়মত না পৌঁছা‌লে সে আদেশের মেয়াদ শেষ হ‌য়ে যায় না। তারা আস‌লে এ চি‌ঠি ন‌থি‌তে রাখ‌বেন এবং যেকোনো সময় এ আদেশ ব‌লে তারা আমা‌দের সহক‌র্মী সাংবা‌দিক‌দের লাঞ্ছিত কর‌তে পার‌বেন। আমরা অন‌তি‌বিল‌ম্বে এ চি‌ঠি প্রত্যাহার করার দা‌বি জানা‌ই।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র