কমলাপুর কেন্দ্রিক বিশেষ গোয়েন্দা নজরদারি র‌্যাবের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কমলাপুর রেল স্টেশনে ব্রিফিং করছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান/ ছবি: বার্তা২৪.কম

কমলাপুর রেল স্টেশনে ব্রিফিং করছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান/ ছবি: বার্তা২৪.কম

আসন্ন ঈদকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বিশেষ গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান।

রোববার (২৬ মে) দুপুরে কমলাপুর রেল স্টেশনে ঈদ-উল ফিতর উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এমরানুল হাসান বলেন, ‘ঈদের কয়েকদিন আগে ও পরে কমলাপুরে প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার মানুষ চলাচল করে। এই বিশাল সংখ্যক মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ গোয়েন্দা নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/26/1558854941468.jpg

তিনি বলেন, ‘শুধু কমলাপুর নয়, মধ্য ঢাকা এলাকার শপিং মল, মার্কেটসহ ফাঁকা ঢাকার নিরাপত্তা ব্যবস্থা করব।’

অন্যদিকে টিকিট কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সব জায়গায় বলে দেওয়া আছে, যদি কেউ টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকে, আমাদের অবহিত করুন। আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’