Alexa

জাতীয় ঈদগাহ'র প্রথম জামাত সকাল সাড়ে ৮টায়

জাতীয় ঈদগাহ'র প্রথম জামাত সকাল সাড়ে ৮টায়

নগর ভবনের ব্যাংক ফ্লোরে জাতীয় ঈদগাহ'র প্রস্তুতি সংক্রান্ত সভায় মেয়র সাঈদ খোকন/ছবি: বার্তা২৪.কম

এবার ঈদুল ফিতরের প্রথম জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। যদি দুর্যোগপূর্ণ বা প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হয় তাহলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রোববার (২৬ মে) নগর ভবনের ব্যাংক ফ্লোরে জাতীয় ঈদগাহ'র প্রস্তুতি সংক্রান্ত সভায় মেয়র ওই ঘোষণা দেন। এসময় বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে সুষ্ঠুভাবে সুন্দর ঈদ জামাত উপহার দেওয়ার জন্য।

প্রতি বছরের মত এবারও জাতীয় ঈদগাহে এক সঙ্গে ৮৫ হাজার মুসল্লি এবং ৫ হাজার মহিলা মুসল্লির জন্য জামাতের ব্যবস্থা থাকবে। এক সঙ্গে ১৪০ জন মুসল্লি ওযু করবেন সেই ব্যবস্থাও থাকবে।

আপনার মতামত লিখুন :