Barta24

রোববার, ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬

English

ট্রাকভর্তি চামড়া ফেলে পালালেন ব্যবসায়ী!

ট্রাকভর্তি চামড়া ফেলে পালালেন ব্যবসায়ী!
সাভারের হেমায়েতপুর ট্যানারি পল্লীতে ট্রাকভর্তি চামড়া ফেলে পালিয়েছেন এক ব্যবসায়ী/ ছবি: সুমন শেখ
মনি আচার্য্য
স্টাফ করেসপন্ডেন্ট
বার্তাটোয়েন্টিফোর.কম
ঢাকা


  • Font increase
  • Font Decrease

সাভারের হেমায়েতপুর ঘুরে এসে: সারাদেশে কাঁচা চামড়ার বাজারে হাহাকার। কেনা দামের থেকে কম মূল্যে চামড়া বিক্রি করে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৌসুমি ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষোভে অনেক ব্যবসায়ীই মাটিতে চামড়া পুঁতে ফেলছেন। আবার কেউ কেউ আড়তদারদের সামনে চামড়া ফেলে রেখে চলে যাচ্ছেন।

তবে এবার ঘটল আরেকটি ভিন্ন ঘটনা। সিলেটের এক ব্যবসায়ী এক ট্রাক চামড়া ফেলে পালিয়েছেন। ট্রাকের চালককেও দিয়ে যাননি ভাড়ার টাকা। এছাড়া ৩০০ চামড়ায় লবণ ছিটানো শ্রমিকদের পাওনাও দেননি।

বুধবার (১৪ আগস্ট) সকালে সাভারের হেমায়েতপুরে অবস্থিত বেসিক শিল্প নগরীতে স্থানান্তরিত ট্যানারি পল্লীতে এ ঘটনা ঘটে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/14/1565782650042.gif

সরেজমিনে দেখা যায়, ট্যানারি পল্লীর চৌধুরী এন্ড কোং নামে একটি ট্যানারির সামনে একটি ট্রাকে কাঁচা চামড়া পরে আছে। এছাড়া ট্যানারিটির প্রধান ফটকের সামনে পড়ে আছে আরও কতগুলো চামড়া। এদিকে ট্রাকটিকে ঘিরে রেখেছেন স্থানীয় শ্রমিকরা। ট্রাকের দিকে অসহায় দৃষ্টিতে তাকানো ছাড়া আর কিছুই করতে পারছেন না চালক।

ট্রাকের চালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক ব্যবসায়ী সোমবার (১৩ আগস্ট) সিলেট থেকে প্রায় এক হাজার ৫০০ কাঁচা চামড়া নিয়ে এসেছেন চৌধুরী এন্ড কোং ট্যানারির কাছে বিক্রি করতে। ঐ দিন রাতে প্রায় ৩০০ চামড়া নামিয়ে লবণ ছিটানো হয়। বাকি চামড়ার কাজ সকালে করার কথা শ্রমিকদের। সকালে উঠে শ্রমিকরা ও ট্রাক চালক দেখেন, ট্রাকে চামড়া পড়ে রয়েছে কিন্তু ব্যবসায়ী নেই। বার বার তার মোবাইল ফোনে কল করেও খোলা পাওয়া যায়নি। পরে তারা নানাভাবে নিশ্চিত হয়েছেন তিনি পালিয়ে গেছেন।

ট্রাক চালক মো. রিপন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘সোমবার ভোর ৫টার দিকে চামড়া নিয়ে সিলেট থেকে রওয়ানা হয়ে সন্ধ্যা ৬টায় হেমায়েতপুরে পৌঁছায়। পরে সকালে উঠে দেখি ব্যবসায়ী পালিয়ে গেছেন। আমাকে ভাড়ার টাকা না দিয়ে তিনি পালিয়েছেন। ট্রাকের সব চামড়া পচে গেছে, কেউ নামাচ্ছেন না। হাতে টাকাও নেই। এখন কিভাবে আমি সিলেট যাব?’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/14/1565782668399.gif

স্থানীয় শ্রমিক মো. শান্ত বলেন, ‘রাতে আমাদের দিয়ে ৩০০ চামড়ায় লবণ ছিটানো হয়। ব্যবসায়ীর কাছে আমরা ৩২ হাজার টাকা পাই। এখন তার নাম ঠিকানা কিছুই জানি না। শুধু ফোন নম্বর আছে, কিন্তু কল করলে বন্ধ পাওয়া যাচ্ছে। আমাদের টাকা না পাওয়া পর্যন্ত ট্রাক ছাড়ব না।’

এ বিষয়ে চৌধুরী এন্ড কোং ট্যানারির স্বত্বাধিকারী হাসান চৌধুরী বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘ঐ ব্যবসায়ীর নাম ঠিকানা কিছুই জানা নেই। ট্রাকের চালক বলছেন, তারা নাকি সিলেট থেকে এসেছেন। কিন্তু ব্যবসায়ীকে পাওয়া যাচ্ছে না। লোকসান হবে বলে হয়তো তিনি পালিয়ে গেছেন। কাউকে টাকা না দিয়ে। এছাড়া ১২ ঘণ্টার ভেতরে লবণ না পড়ায় সব চামড়া পচে গেছে।’

এদিকে একাধিক ট্যানারি শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর চামড়ার ব্যবসায়ীরা অনেক টাকা লোকসানের সম্মুখীন হচ্ছেন। তাই কেউ চামড়া মাটিতে পুঁতে ফেলছেন, নয়তো চামড়া ফেলে খালি হাতে চলে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন :

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন সোমবার

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন সোমবার
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার (১৯ আগস্ট) তিন দিনের  সফরে ঢাকা আসছেন। এর আগে পররাষ্ট্র সচিব হিসেবে বাংলাদেশ এলেও পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর  এটাই হবে তার প্রথম ঢাকা সফর।

জয়শঙ্করের এই সফরে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনা হবে। তবে কোনো চুক্তি হবে না বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

সূত্র জানায়, জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে যাবেন। জয়শঙ্করের ঢাকা সফরকালে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।

২১ আগস্ট নয়া দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর।

ভারতের বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটাই হবে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর।

বরিশাল লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

বরিশাল লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়
বরিশাল লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়, ছবি:; বার্তাটোয়েন্টিফোর.কম

পবিত্র ঈদুল আজহা পালন শেষে রাজধানী শহর ঢাকার উদ্দেশে বরিশাল ছাড়ছেন কয়েক লাখ মানুষ।

শনিবার (১৭ আগস্ট) বরিশাল নৌবন্দরে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দুপুর থেকেই বরিশালের বিভিন্ন জায়গা থেকে আসা লঞ্চ যাত্রীরা ভিড় করছে নোঙর করা লঞ্চগুলোতে।

বিকেল শেষ না হতেই লঞ্চের ডেক থেকে শুরু করে প্রথম শ্রেণীর কেবিনের বারান্দার কানায় কানায়ও পরিপূর্ণ হয়ে যায়। যার কারণে, বিআইডব্লিউটিএর নির্দেশে নৌ দুর্ঘটনা ও অতিরিক্ত যাত্রী বোঝাই অপরাধ এড়াতে অন্যান্য দিনের চাইতে ২/১ ঘণ্টা আগেই বরিশাল লঞ্চঘাট ছাড়ে কয়েকটি বিলাসবহুল লঞ্চ।

গত শুক্রবারও ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। ওই দিনেও নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই বরিশাল নদীবন্দর ছেড়েছিল ঢাকাগামী বিলাশ বহুল কয়েকটি লঞ্চ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/18/1566075739275.JPG

বিআইডব্লিউটিএ’র বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘কোরবানির ছুটি শেষে স্ব স্ব কর্মস্থলে যোগ দিতে বরিশাল ছাড়ছে কয়েক লাখ মানুষ। কোরবানির দ্বিতীয় দিন থেকে ঢাকার উদ্দেশে লঞ্চযোগে বরিশাল নৌ বন্দর থেকে যাচ্ছে লঞ্চযাত্রীরা। তবে কয়েকদিনের চেয়ে শুক্রবার ও শনিবার যাত্রী চাপ অনেকটা বেশি ছিল।

তিনি আরেও জানান, অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ে বরিশাল লঞ্চঘাট থেকে কোনো লঞ্চই ছাড়তে দেওয়া হচ্ছে না। বিশেষ করে লোড লাইন দেখে নির্ধারিত সময়ের আগেই লঞ্চগুলোকে ঘাট ত্যাগ করতে নির্দেশ দেওয়া হচ্ছে। এছাড়া ঝুঁকি নিয়ে লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই করতে নিষেধ করা হচ্ছে। একই সাথে প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

যাত্রীদের উপচে পড়া ভিড়ের একই চিত্র লক্ষ্য করা গেছে সরকারি জাহাজগুলোতেও। লঞ্চযাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য গত ৮ আগস্ট থেকে শুরু হয়েছে স্পেশাল লঞ্চ সার্ভিস। থাকছে ২০ আগস্ট পর্যন্ত। এর আওতায় পাঁচটি সরকারি জাহাজসহ ব্যক্তি মালিকানা ২০টি বিলাসবহুল লঞ্চ যাতায়াত করছে।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র