Barta24

রোববার, ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬

English

রাজশাহীর ৮ জেলায় ২৪ ঘণ্টায় ১৩৫ ডেঙ্গু রোগী শনাক্ত

রাজশাহীর ৮ জেলায় ২৪ ঘণ্টায় ১৩৫ ডেঙ্গু রোগী শনাক্ত
রামেকে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম
স্টাফ করেসপন্ডেন্ট
বার্তাটোয়েন্টিফোর.কম
রাজশাহী


  • Font increase
  • Font Decrease

রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৫ জন। এ নিয়ে বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৮৪৬ জন। যার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন রোগী মারা গেছেন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথা আচার্য বুধবার (১৪ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'ঈদের ছুটি শুরুর পর থেকেই উত্তরাঞ্চলের জেলাগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা থেকে আজ (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় নতুন করে ১৩৫ জন আক্রান্ত হয়েছেন।'

ডা. গোপেন্দ্রনাথ আচার্য বলেন, 'রাজশাহী বিভাগে এ পর্যন্ত এক হাজার ৪২৯ জন রোগী সেবা নিয়ে ফিরে গেছেন। বর্তমানে আট জেলার সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪১৭ জন।'

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩১ জন। জুলাই থেকে এ পর্যন্ত মোট ৩৭৮ জন রোগী ভর্তি হন। রামেকে সোমবার (১২ আগস্ট) একজন যুবক মারা যান। তিনি ঢাকা থেকে আক্রান্ত হয়ে বাড়ি ফিরেছিলেন।

রাজশাহীর ৮ জেলায় ২৪ ঘণ্টায় ১৩৫ ডেঙ্গু রোগী শনাক্ত

বগুড়া: গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন ৪০ জন। এ পর্যন্ত মোট চিহ্নিত রোগী ৫৫৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ৪৪৩ জন। হাসপাতালে ভর্তি আছেন ১১৫ জন।

পাবনা: গত ২৪ ঘণ্টায় পাবনা জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন ১৮ জন। এ পর্যন্ত মোট চিহ্নিত রোগী ১৩৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ৮৫ জন। হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন। এদের মধ্যে বুধবার একজন যুবক মারা যান।

নাটোর: গত ২৪ ঘণ্টায় নাটোর জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন আটজন। এ পর্যন্ত মোট চিহ্নিত রোগী ১১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ১০২ জন। হাসপাতালে ভর্তি আছেন ১৬ জন।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ভর্তি হন ১০ জন। এ পর্যন্ত মোট চিহ্নিত রোগী ১২৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ৯৮ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ২৬ জন।

নওগাঁ: গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন ২০ জন। এপর্যন্ত মোট চিহ্নিত রোগী ১৪৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ১২৪ জন। হাসপাতালে ভর্তি আছেন ২০ জন।

জয়পুরহাট: গত ২৪ ঘণ্টায় জয়পুরহাট জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন তিনজন। এপর্যন্ত মোট চিহ্নিত রোগী ৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ৪৭ জন। হাসপাতালে ভর্তি আছেন চারজন।

সিরাজগঞ্জ: গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন ১৫ জন। এ পর্যন্ত মোট চিহ্নিত রোগী ৩২২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ২৭০ জন। হাসপাতালে ভর্তি আছেন ৫২ জন।

আপনার মতামত লিখুন :

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার  বিকল্প নেই

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার  বিকল্প নেই
ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাবে। এ নিয়ে বাংলাদেশ কোনও বিকল্প চিন্তা করছে না। যে কোনো সময় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয়ে যেতে পারে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।

রোববার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস-বিস) মিলনায়তনে 'রোহিঙ্গা ক্রাইসিস: ওয়ে ফরওয়ার্ড' বিষয়ক আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিটি দেশের নিজ নিজ স্বার্থ আছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পদক্ষেপ নিয়ে যাচ্ছে। রোহিঙ্গার ভাগ্যবান কারণ তারা সব সময় বাংলাদেশে সব রকম মানবিক  সহায়তা পেয়ে যাচ্ছে। রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাবে। এ নিয়ে বাংলাদেশ কোনোও বিকল্প চিন্তা করছে না।  রোহিঙ্গাদের নিজের স্বার্থেই তাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত। প্রধানমন্ত্রী  আগামী জাতিসংঘ সম্মেলনে এই ইস্যুটি জোরালভাবে উত্থাপন করবেন।

রোহিঙ্গা ইস্যু একটি বিশ্ব সংকট। কিন্তু যারা এ সংকট সৃষ্টি করেছে তাদের জবাবদিহিতায় আনার জন্য এখনও বিশ্বে সব রকম কাঠামো তৈরি হয়নি। দিনশেষে প্রতিটি দেশেই তাদের নিজ দেশের স্বার্থ দেখেই সিদ্ধান্ত নেয়। এরপরেও আন্তর্জাতিকভাবে বেশ কিছু দেশ এ ইস্যুতে কাজ করে যাচ্ছে।

মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা সংকট যে মিয়ানমারের তা তারা মানতেই চাচ্ছে না। বাংলাদেশ তার সাধ্যমত সবটুকু করছে কিন্তু পশ্চিমের দেশগুলো এ বিষয়ে শুধু ভণ্ডামি করে চলেছে। মানবাধিকারের এমন নির্মম ঘটনা রোহিঙ্গাদের ওপর নেমে এসেছে যেখানে-গণহত্য, নৃগোষ্ঠী নিশ্চিহ্ন করার, যুদ্ধাপরাধসহ সব রকমের অপরাধই ঘটেছে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছায়। তৃতীয় কোনও দেশেও পুনর্বাসন হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

বিস-এর চেয়ারম্যান রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যেতেই হবে। এই সংকটের দ্রুত সমাধান চাই। একমাত্র সমাধান আছে তা হল তাদের নিরাপদ, স্থায়ী ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়া। রোহিঙ্গাদের সব রকম রাজনৈতিক অধিকার দেওয়ার মধ্যেই এটির সমাধান হবে। এটি একমাত্র মিয়ানমারই করতে পারে। বাংলাদেশসহ সারা বিশ্ব তাদের শুধু সহযোগিতা করতে পারে।

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২২৪

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২২৪
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা বিষয়ক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

এবারের ঈদযাত্রায় সারাদেশের সড়ক ও মহাসড়কে ২০৩টি দুর্ঘটনা ঘটেছে। এতে ২২৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৮৬৬ জন।

রোববার (১৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, 'গত ৬ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত বিগত ১২ দিনে ২০৩টি সড়ক দুর্ঘটনায় ২২৪ জন নিহত ও ৮৬৬ জন আহত হয়েছেন। এসব ঘটনায় তিনজন শ্রমিক, ৭০ জন নারী, ২২ জন শিশু, ৪২ জন ছাত্রছাত্রী, তিনজন সাংবাদিক, দুইজন চিকিৎসক, আটজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তিনজন রাজনৈতিক নেতা, ৯০০ জন যাত্রী ও পথচারী দুর্ঘটনার শিকার হয়েছেন।'

মোজাম্মেল হক চৌধুরী বলেন, 'সড়ক রেল ও নৌপথে সম্মিলিতভাবে ২৪৪টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে মোট ২৫৩ জন নিহত ও ৯০৮ জন আহত হয়েছেন।'

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 'বিগত ঈদের চেয়ে এবার রাস্তাঘাটের পরিস্থিতি তুলনামূলক ভালো। তাই সড়ক দুর্ঘটনা ৬.২ শতাংশ, নিহত ৬.৫ শতাংশ, আহত ১.৫ শতাংশ কমেছে এসেছে।'

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র