পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

মাসুদুর রহমান প্রজ্ঞাপনের বরাত দিয়ে জানান, ১২ জেলায় নতুন পুলিশ সুপারের বদলির আদেশ আছে।

বিজ্ঞাপন

বদলিকৃত পুলিশ সুপাররা হলেন- মোঃ শাহ আবিদ হোসেন কুমিল্লা জেলা থেকে ময়মনসিংহ, সৈয়দ নুরুল ইসলাম ময়মনসিংহ জেলা থেকে কুমিল্লা জেলা, মোহাম্মদ হারুন অর রশিদ গাজীপুর থেকে ঢাকা মহানগর পুলিশ।

শামসুন্নাহার চাঁদপুর জেলা থেকে গাজীপুর জেলা, জিহাদুল কবির পাবনা জেলা থেকে চাঁদপুর জেলা, শেখ রফিকুল ইসলাম, পুলিশ অধিদফতর থেকে পাবনা জেলা, সৈয়দ আবু সায়েম চট্রগ্রাম মহানগর পুলিশ থেকে দিনাজপুর জেলা, হামিদুর আলম দিনাজপুর জেলা থেকে চট্টগ্রাম মহানগর পুলিশ, আনিসুর রহমান যশোর জেলা থেকে নারায়ণগঞ্জ জেলা, মঈনুল হক নারায়ণগঞ্জ জেলা থেকে যশোর জেলা, বিজয় বসাক বরগুনা জেলা থেকে চট্রগ্রাম মহানগর পুলিশ এবং মারুফ হোসেন চট্রগ্রাম মহানগর পুলিশ থেকে বরগুনা জেলা।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এই আদেশ জারি করা হয়।