Barta24

রোববার, ২৫ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬

English

কালীগঞ্জে জাপা-বিএনপির ২ নেতা গ্রেফতার

কালীগঞ্জে জাপা-বিএনপির ২ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
লালমনিরহাট
বার্তা২৪.কম


  • Font increase
  • Font Decrease

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে জাতীয় পার্টি ও বিএনপির দুইজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার গোড়ল ও শিয়ালখোয়া বাজার থেকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোড়ল ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক পদ ছেড়ে বিএনপিতে সদ্য যোগদানকারী নবির হোসেন ফকির (৪৮) ও চলবলা ইউনিয়নের শিয়ালখোয়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে চলবলা ইউনিয়ন বিএনপির সম্পাদক মাসুদ রানা (৪৬)।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বাদল চন্দ্র মণ্ডল জানান, লালমনিরহাট সদর থানার একটি মামলায় থানা পুলিশ বিকেলে শিয়ালখোয়া বাজার থেকে মাসুদ রানাকে এবং গোড়ল এলাকা থেকে নবির হোসেন ফকিরকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মকবুল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গ্রেফতারকৃতদের সদর থানায় পাঠানো হয়েছে।’

আপনার মতামত লিখুন :

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান কর্মচারীর মৃত্যু

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান কর্মচারীর মৃত্যু
ছবি: প্রতীকী

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক (২৪) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ আগস্ট) দুপুরে ভোলা সদর রোডে অবস্থিত সফিউদ্দিন মালিকানাধীন জাপান গ্লাস হাউজে এ ঘটনা ঘটে।

মানিক ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের আলগী গ্রামের মো. রতনের ছেলে।

জানা গেছে, দুপুরের দিকে দোকানের দ্বিতীয় তলায় অবস্থিত গোডাউন থেকে এস এস পাইপ নামাচ্ছিলেন মানিক। তখন অসাবধানতা বশত একটি পাইপ পাশে বিদ্যুতের তারে গিয়ে লাগে। এতে মানিক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাদারীপুরের শিবচরে ট্রাকের চাপায় নিহত ১

মাদারীপুরের শিবচরে ট্রাকের চাপায় নিহত ১
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরে ট্রাকের চাপায় জাকির ফকির (৩৫) নামের একজন নিহত হয়েছেন। নিহত জাকির হোসেন শিবচর উপজেলার বাবলা তলা এলাকার ইমারত ফকিরের ছেলে। সে পেশায় ভ্যান চালক।

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হাজী শরিয়তউল্লাহ সেতুর পূর্বপাড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে কাঠালবাড়ি ঘাট থেকে ভাঙ্গাগামী একটি মালবাহী ট্রাক একটি ভ্যানকে চাপা দেয়। এ সময় ভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবী হোসেন বলেন, 'একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানের চালক মারা যায়। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।'

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র