Barta24

শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯, ৮ ভাদ্র ১৪২৬

English

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশী নিহত: গুলিবিদ্ধ ১

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশী নিহত: গুলিবিদ্ধ ১
ছবি: সংগৃহীত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
সুনামগঞ্জ
বার্তা২৪


  • Font increase
  • Font Decrease

জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে নুরু মিয়া(৩৫) নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন।

সোমবার(৭জানুয়ারি) সন্ধ্যার পর সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেন তিনি। পরে ভারতের মৌলা বস্তি এলাকায় খাসিয়াদের সুপারি বাগানে ঢুকে সুপারি চুরি করার সময় তাকে গুলি করে হত্যা করে খাসিয়ারা। এসময় তার সঙ্গে বাংলাদেশের আরও এক যুবক খাদিম মিয়া গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে পালিয়ে আসে।

বিজিবি (২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন) ও স্থানীয়দের মাধ্যমে পাওয়া তথ্যে এ বিষয়টি জানা গেছে। স্থানীয়রা জানান, ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে নিহত হওয়া নুরু মিয়া বাংলাদেশের দেযায়ারা বাজার উপজেলার বাশতলা কলোনির মফিজ আলীর ছেলে। আর গুলিবিদ্ধ হওয়া তার সঙ্গী খাদিম মিয়া বাংলাদেশে পালিয়ে আসলেও তাকে খুঁজতে শুরু করেছে বিজিবি সদস্যরা। সে আত্মগোপনে থাকায় এখনো বিস্তারিত জানা যায়নি।

সুনামগঞ্জ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন অধিনায়ক মাকসুদুল আলম বলেন  ‘ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে খাসিয়াদের সুপারি চুরি করতে গিয়েছিলো নুরু মিয়া ও তার সঙ্গী খাদিম, এসময় খাসিয়ারা গুলি চালালে নুরু ঘটনাস্থলেই মারা যান এবং খাদিম আহত হয়ে বাংলাদেশে পালিয়ে আসেন, প্রাথমিকভাবে এই তথ্যই জানা সম্ভব হয়েছে, যেহেতু বিএসএফ গুলি চালায়নি সেজন্য ভারতের সীমান্তরক্ষীরা এর দায় নেবেনা বা তারা লাশ ফিরিয়ে দিতে আগ্রহ দেখাবে না, কারণ এটা তাদের উপরে নিতে চাইবে না, আমরা লাশ ফিরিয়ে আনতে স্থানীয় খাসিয়াদের মাধ্যমে চেষ্টা চালাচ্ছি, সকালের আগে এটা সম্ভব হবে বলে মনে হচ্ছেনা’।

আপনার মতামত লিখুন :

বান্দরবানে অপহৃত আরেক চালককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা

বান্দরবানে অপহৃত আরেক চালককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা
মানচিত্রে বান্দরবান

বান্দরবানের রুমায় অপহরণের চারদিন পর অপহৃত আরেক জিপ চালক বাসু কর্মকারকে (৩২) মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে তাকে মুক্তি দেওয়ার খবর পাওয়া গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার (১৯ আগস্ট) রুমা উপজেলার সদর ইউনিয়নের মিনজিরি পাড়ামুখ থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা তিনটি জিপ গাড়ির গতিরোধ করে ৩ চালককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের একদিন পর নয়ন জলদাস (২৯) এবং মো: মিজান (৩০) নামে দুজনকে মুক্তি দেয়। শুক্রবার অপহরণের চারদিন পর অপর জিপ চালক বাসু কর্মকার (৩২) ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা।

আরও পড়ুন: রুমায় অস্ত্রের মুখে জিপ গাড়ির ৩ চালককে অপহরণ

স্থানীয়দের দাবি, অস্ত্রের মুখে অপহৃত তিন জন জিপ চালকের মুক্তিপণ বাবদ সন্ত্রাসীরা ১০ লাখ টাকা দাবি করে। অনেক আলোচনার পর মোটা অংকের মুক্তিপণ দিয়েই ছাড়া পেয়েছেন অপহৃতরা।

তবে মুক্তিপণ দেয়ার বিষয়টি অস্বীকার করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জানান, সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানের মুখে অপহৃত ৩ জন জিপ চালককে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

'সকল খুনীদের রক্ষক, পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি-জামায়াত'

'সকল খুনীদের রক্ষক, পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি-জামায়াত'
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, ছবি: সংগৃহীত

 

সকল খুনিদের রক্ষক, পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

তিনি বলেন, ৭১’র খুনি, ৭৫’র খুনি, ২১ আগস্টের খুনি ও মানুষ পোড়ানোর সকল খুনিদের রক্ষক, পৃষ্ঠপোষক, আস্তানা ও ঠিকানা হচ্ছে বিএনপি-জামায়াত।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়ন জাসদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যখন খোলা আদালতে খালেদা ও তারেকসহ সকল খুনিদের বিচার চলছে। তখন খুনিদের পক্ষে বিএনপির ওকালতি চোরের মার বড় গলার মতোই শোনা যাচ্ছে।’

এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসীন, যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদসহ জাসদ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র