Alexa

ঝালকাঠিতে শ্রমিকের মরদেহ উদ্ধার, আটক ২

ঝালকাঠিতে শ্রমিকের মরদেহ উদ্ধার, আটক ২

ছবি: সংগৃহীত

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, ঝালকাঠি, বার্তা২৪.কম

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের একদিন পর হানিফ আহম্মেদ খন্দকার (৫০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে পৌরসভার কুমারখালী এলাকার একটি খালের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার ভাঙ্গাদৌলা গ্রামের হানিফ আহম্মেদ খন্দকার কুমারখালী এলাকার মন্টু মীরের করাত কলে শ্রমিকের কাজ করত। বুধবার (৯ জানুয়ারি) সকালে তিনি বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন।

পরে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে কুমারখালী এলাকার একটি খালের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘কী কারণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় করাত কলের মালিক মন্টু মীর ও মো. জুলহাসকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।’

জেলা এর আরও খবর