Alexa

গাইবান্ধায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

গাইবান্ধায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অজ্ঞাত নারী (৩০) এর এক লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চকনারায়ণ গ্রামের একটি ফাঁকা মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, চকনারায়ণ গ্রামের খাসা মিয়ার বাড়ির উত্তর পাশের আনছার আলীর জমিতে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগণ।

শনিবার সকাল ৮টার দিকে এ লাশ দেখার পর পুলিশকে খবর দেয়া হয়। পরে সাদুল্লাপুর থানা পুলিশ ওই ১১টার দিকে নারীর মরদেহ উদ্ধার করে। ওই নারীকে শ্বাসরুদ্ধ করার পর হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে বলে এমনটাই ধারণা করা হচ্ছে।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বলেন, নারীর লাশ উদ্ধারের সময় একটি মোবাইল ফোন পাওয়া গেছে। ফোনটিতে একাধিক কল আসছিল। পরে একটি নাম্বারে কলব্যাক করা হলে রিসিভ করে সে মায়ের পরিচয় দেন। এছাড়াও সঠিক নাম ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

জেলা এর আরও খবর

বাতির নিচে অন্ধকার!

বাতির নিচে অন্ধকার!

সরকার যখন প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ঠিক তখনো বিদ্যুৎবিহীন শহর ঘেঁষা একটি গ্রাম। সারি ...