Barta24

বুধবার, ১৭ জুলাই ২০১৯, ২ শ্রাবণ ১৪২৬

English Version

হাজতির পাকস্থলীতে ৬০০ পিস ইয়াবা

হাজতির পাকস্থলীতে ৬০০ পিস ইয়াবা
হাজতিসহ কারারক্ষীরা, ছবি: বার্তা২৪
স্টাফ করেসপন্ডেন্ট
কক্সবাজার
বার্তা ২৪.কম


  • Font increase
  • Font Decrease

কক্সবাজার জেলা কারাগারে মো. নুরুল হাশেম (১৮) নামের এক নবাগত হাজতির পাকস্থলী থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে কারা অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আটক নুরুল হাশেমের বাড়ি কক্সবাজারের টেকনাফে।

রাত সাতটার দিকে কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার বজলুর রশীদ আখন্দ বার্তা ২৪.কমকে বলেন, 'আমরা সাতবারে নবাগত হাজতির পাকস্থলী হতে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।'

আপনার মতামত লিখুন :

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নয়াগোলা এলাকায় ট্রাকের ধাক্কায় মন্টু আলী (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মন্টু আলী সদর উপজেলার সাতনইল দক্ষিণপাড়া এলাকার মৃত সওদাগর মণ্ডলের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিশ আলী জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নয়াগোলা এলাকায় ওই বাইসাইকেল আরোহীকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মাছ উৎপাদনে নড়াইল উদ্বৃত্ত জেলা

মাছ উৎপাদনে নড়াইল উদ্বৃত্ত জেলা
ছবি: বার্তাটোয়েন্টিফোর

নড়াইল মাছ উৎপাদনে উদ্বৃত্ত জেলা। এখানে চাহিদার চেয়ে বেশি মৎস্য উৎপাদন হয়ে থাকে। জেলাটিতে মাছের চাহিদা রয়েছে ১৬ হাজার ৪৫৪ মেট্রিক টন, কিন্তু উৎপাদন হয় ২৩ হাজার ২৫৫ মেট্রিক টন।

নড়াইলে উদ্বৃত্ত মাছের পরিমাণ ৬ হাজার ৮০১ মেট্রিক টন। চিংড়ির উৎপাদন ২ হাজার ৫৮৫ মেট্রিক টন। জেলায় মৎস্য চাষীর সংখ্যা ৭ হাজার ১২৯ জন এবং নিবন্ধিত জেলের সংখ্যা ৮ হাজার ৭১৭ জন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার (১৭ জুলাই) নড়াইলে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা ড. শেখ শফিকুর রহমান।

তিনি বলেন, সদর উপজেলার বাহিরগ্রামের মৃত অশোক সমাদ্দারের ছেলে অঞ্জন সমাদ্দার চিংড়ি মাছ উৎপাদনে সাফল্য অর্জন করায় এবছর সিলভার পদকে ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করবেন।

সভায় বক্তব্য দেন সহকারী পরিচালক হোসনে আরা হ্যাপী, সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র