Alexa

চাঁদপুরে কোস্টগার্ডের শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরে কোস্টগার্ডের শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরে কোস্টগার্ডে শীতবস্ত্র বিতরণ / ছবি: বার্তা২৪

চাঁদপুরে অসহায় দরিদ্রদের শীতবস্ত্র ও প্রান্তিক জেলেদের লাইফ জ্যাকেট বিতরণ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের কোস্টগার্ড স্টেশনে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়াল এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ও কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের
প্রেসিডেন্ট ডা. আফরোজা গনি।

অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশ কোস্টগার্ড কথায় নয়, কাজে বিশ্বাাসী। মানবতার সেবায় পরিবার কল্যাণ সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছে।’

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোস্টগার্ড পরিচালক অপারেশন ক্যাপ্টেন মো. রাকিবুল, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম এনায়েত উল্যাহসহ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবার কল্যাণ সংঘের অন্যান্য নারী নেতৃবৃন্দ।

জেলা এর আরও খবর