Alexa

কুলাউড়ায় পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

কুলাউড়ায় পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ছবি: সংগৃহীত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মৌলভীবাজার, বার্তা২৪.কম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানে ইট বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নতুন লাইনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লশমী রবিদার (৫০) কালিটি চা বাগানের শিপুধন রবিদারের স্ত্রী।

স্থানীয় শ্রীকান্ত দাস জানান, বাগানে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হোন লশমী রবিদার। এসময় একটি ইটবোঝাই পিকআপ ভ্যান বাগানের দিকে আসছিল। হঠাৎ সেই গাড়ি পিছনের দিকে আসতে গেলে লশমী গাড়ির ধাক্কায় পড়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা গাড়ি ও গাড়ির চালককে আটক করে।

এবিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) দিদার উল্লাহ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মহিলার কেউ নেই। স্থানীয় চেয়ারম্যান, মেম্বারের সহযোগিতায় আইনী পদক্ষেপ নেওয়া হবে।’

জেলা এর আরও খবর